রাঁচি, 11 অক্টোবর:বাড়ির মেয়ে দেশের অনূর্ধ্ব-17 ফুটবল দলের অধিনায়ক ৷ অথচ, তার খেলা দেখার সুযোগ পান না পরিবারের সদস্যরাই ! কারণ, টিভি কেনার সামর্থ তাঁদের নেই ৷ এই খবর কানে যেতেই টনক নড়ে প্রশাসনের ৷ সোনার মেয়ের কাঁচা ঘরে পৌঁছে দেওয়া হয় ঝাঁ-চকচকে অত্যাধুনিক টেলিভিশন সেট (New Television Set) ৷ একইসঙ্গে, শুরু হয় খানা-খন্দে ভরা গ্রামের রাস্তা সংস্কারের কাজও !
যাঁকে নিয়ে এত কথা, তার নাম অষ্টম ওরাওঁ (Astam Oraon) ৷ ঝাড়খণ্ডের গুমলা জেলার প্রত্যন্ত গ্রামের এই আদিবাসী কিশোরীই বর্তমানে ভারতের অনূর্ধ্ব-17 ফুটবল দলের ক্যাপ্টেন ৷ বাড়ির সর্বত্রই দারিদ্র্যের ছাপ স্পষ্ট ৷ এদিকে বিশ্বকাপ শুরু হচ্ছে ৷ সেই প্রতিযোগিতায় ভারতের নেতৃত্ব দেবে অষ্টম ৷ অথচ এত দিন ঘরে টিভি না-থাকায় তাঁর খেলা দেখার আশা ছেড়েই দিয়েছিলেন ওরাওঁ পরিবারের সদস্যরা ৷ তবে, প্রশাসনের উদ্যোগে ক্য়াপ্টেনের ঘরে টিভি পৌঁছেছে ৷ তাই এবার শুধু অষ্টমের পরিবারের সদস্যরাই নন, খেলা দেখার সুযোগ পাবেন তাঁর দরিদ্র প্রতিবেশীরাও ৷