কলকাতা, 29 মে :ঘূর্ণিঝড় যশের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার ৷ প্রশ্ন তোলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মমতার দায়বদ্ধতা নিয়েও ৷ আর এবার ঠিক এই ইস্য়ুকেই হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুললেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং গুজরাতের কংগ্রেস নেতা ভরত সোলাঙ্কি ৷
ভরতের প্রশ্ন, যশের পর্যালোচনা বৈঠকে রাজ্য়ের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে তলব করা হলেও ঘূর্ণিঝড় তখতের পর ক্ষতিগ্রস্ত গুজরাতের বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক পরেশ ধনানিকে কেন পর্যালোচনা বৈঠকে ডাকা হল না ? সে রাজ্য়ের শাসন ক্ষমতায় বিজেপি থাকাতেই কি এমন ‘অন্য’ আচরণ ? অন্যদিকে তেজস্বীর খোঁচা, যেসব রাজ্যে বিরোধী দলনেতার আসনে বিজেপির কোনও প্রতিনিধি নেই, সেখানেও কি এই ধরনের বৈঠকে বিরোধী দলনেতাদের ডাকা হবে ?
আরও পড়ুন :"প্রধানমন্ত্রীর সঙ্গে এই আচরণ দুঃখজনক", বৈঠকে মমতার অনুপস্থিতিতে টুইট রাজনাথের
গত বুধবার ওড়িশার বালেশ্বরের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় যশ ৷ সেই ঝাপটায় ক্ষতিগ্রস্ত হয় বাংলাও ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গেও পর্যালোচনা বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই একই বৈঠকে ডাকা হয় রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, রাজ্য়ের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, রাজ্যপাল জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ৷ শুক্রবার কলাইকুণ্ডায় আয়োজিত এই বৈঠকে বাকিরা যোগ দিলেও অনুপস্থিত ছিলেন মমতা ৷ বস্তুত, তিনি তখন ব্য়স্ত ছিলেন যশের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে ৷ পরে রাজ্য়ের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা ৷ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির হিসাব ৷
মমতার এই আচরণে বেজায় ক্ষুব্ধ বিজেপি তথা কেন্দ্রের সরকার ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সকলেই বাংলার মুখ্যমন্ত্রীর আচরণের সমালোচনা করেছেন ৷ সমালোচকদের তালিকায় নাম লিখিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ গেরুয়াশিবিরের দাবি, মমতার এই আচরণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী ৷