নয়াদিল্লি, 26 ডিসেম্বর: সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল ব্যবধানে জয় জাতীয় রাজনীতির পুরো চিত্র পাল্টে দেবে ৷ রবিবার এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এমন 2024 লোকসভা নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Gujarat Victory will have Positive Impact on 2024 Lok Sabha Polls) ৷ তিনি এও জানান, 2022 সালে গুজরাতে বিজেপি (BJP)-র ঐতিহাসিক জয় তাঁদের শক্তি প্রমাণ করেছে ৷ সেই সঙ্গে বিজেপির সর্বোচ্চ আসনে জয়ের রেকর্ড এটা প্রমাণ করে যে, গুজরাত তাদের শক্ত ঘাঁটি ৷
রবিবার সুরাত শহর ও জেলা বিজেপি আয়োজিত নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, "এই নির্বাচনে অনেক নতুন দল এসেছে ৷ বিভিন্ন দাবি-দাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ফলাফলের পর সব দলই গুঁড়িয়ে গেছে ৷ নির্বাচনের ফলাফলের পর দেখা গিয়েছে যে, গুজরাতের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল ৷ আজ এখানে এত ভিড় ৷ এই জয় দেশকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে ৷ গুজরাত রাজ্য বিজেপির শক্ত ঘাঁটি ছিল এবং থাকবে ৷"
রবিবারের ওই সংবর্ধনা সভায় বিশাল ব্যবধানে জয়ের জন্য গুজরাত বিজেপির সভাপতি সিআর পাতিল এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন শাহ ৷ একই সঙ্গে গুজরাত বিধানসভায় বিজেপির এই জয়ের পিছনে রাজ্য কমিটির পাশাপাশি প্রতিটি বুথ কমিটির সদস্যদেরও বড় ভূমিকা রয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর 2024 লোকসভায় এই জয়ের রেষ দেখা যাবে বলে জানান তিনি ৷ এর জন্য গুজরাত বিজেপির প্রত্যেক নেতা ও কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন শাহ ৷