মোরবি (গুজরাত), 1 নভেম্বর: গুজরাতের মোরবিতে ভয়াবহ সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Disaster) জন্য দায়ী প্রযুক্তিগত ও কাঠামোগত ত্রুটি ৷ এ ছাড়াও ছিল মৌলিক কিছু রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যা ৷ প্রাথমিক তদন্তের পর এমনই দাবি করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত 134 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ তাঁদের খোঁজে জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 নভেম্বর, অর্থাৎ বুধবার রাজ্যজুড়ে শোক পালনের কথা ঘোষণা করেছে গুজরাত সরকার (Gujarat to mourn Morbi disaster)৷ পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল টুইট বার্তায় জানিয়েছেন, "2 নভেম্বর রাজ্যে শোক পালন করবে গুজরাত সরকার ৷ রাজ্যের সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷" এই দিনে কোনও সরকারি অনুষ্ঠান, সংবর্ধনা বা বিনোদনমূলক অনুষ্ঠান হবে না বলেও জানিয়েছেন তিনি ৷ ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গান্ধিনগর রাজভবনে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি টুইটে আরও বলেন, "আমি বিনীতভাবে রাজ্যজুড়ে সকলের কাছে এই ট্র্যাজেডিতে প্রাণ হারানো মানুষদের আত্মার চির শান্তির জন্য এবং তাঁদের পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দেওয়ার জন্য, সে দিন শান্তির জন্য প্রার্থনা করতে আবেদন করছি ।"