মোধেরা (গুজরাত), 1 জানুয়ারি:সূর্য নমস্কারে নতুন বছর শুরু গুজরাতবাসীর ৷ যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে চলেছে ৷ স্বাস্থ্য ও মনের সমন্বয় ঘটাতে এই উদ্যোগ রাজ্যবাসীর ৷ ইংরেজি নববর্ষের শুরুর দিনই গুজরাতের বিভিন্ন প্রান্তে একটি সূর্য প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ প্রায় 108টি জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ যেখানে অংশগ্রহণ করেছিলেন প্রায় 4 হাজার নাগরিক ৷ তাঁরা 51টি ভঙ্গিমায় সূর্য প্রণাম করেছেন ৷
1 জানুয়ারি মোধেরা সূর্য মন্দিরে আয়োজিত সূর্য নমস্কার অংশ গ্রহণ করেছিলেন পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন বয়সি ব্যক্তিরা ৷ তাদেরকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পরিবার ও পরিজনরা ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ সূর্য নমস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক স্বপ্নিল ডাঙ্গারিকারও উপস্থিত ছিলেন ৷ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর তিনি বলেন, "সকলের সঙ্গে সূর্য নমস্কারের দৃশ্য ছিল দেখার মতো ৷" তিনি আরও বলেন, "আমি এখানে সবচেয়ে বেশি মানুষ সূর্য নমস্কার করে রেকর্ড করছেন কি না, তা যাচাই করতে এসেছি । গুজরাতবাসী রেকর্ড গড়ার চেষ্টা করেছেন ৷ এত মানুষের এক সঙ্গে সূর্য প্রণাম করে রেকর্ড গড়ার প্রবণতা এর আগে দেখা যায়নি ৷"