পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat Election 2022: বিপুল পরিমাণে ভোট দেওয়ার আর্জি নাড্ডা-শাহ ও রাহুলের - মণীশ সিসোদিয়া

মোদি রাজ্যে চলছে প্রথম দফার নির্বাচন (Gujarat Election 2022) ৷ আর আজ গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটারদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah), কংগ্রেস নেতা রাহুল গান্ধি(Rahul Gandhi)-সহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ।

Gujarat Election 2022
Gujarat Election 2022

By

Published : Dec 1, 2022, 11:20 AM IST

Updated : Dec 1, 2022, 12:05 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP national president JP Nadda), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Congress leader Rahul Gandhi) এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal ) বৃহস্পতিবার গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটারদের বেশি মাত্রায় ভোট দেওয়ার আর্জি জানালেন । আগেই টুইট করে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

টুইটারে নাড্ডা গুজরাতের সমস্ত মানুষকে শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য বিপুল সংখ্যক ভোট দেওয়ার জন্য আবেদন করেন । তিনি বলেন, "আজ গুজরাতে প্রথম দফার ভোট । আমি সকল ভাই ও বোনদের কাছে রাজ্যে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানাই ৷ এটাই হচ্ছে অগ্রগতির মূল স্তম্ভ । গণতন্ত্রের এই মহান উৎসবে আপনার অংশগ্রহণ একটি উন্নত গুজরাত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।"

গুজরাতে উন্নয়নের ধারাবাহিকতা চালিয়ে যেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম পর্বের নির্বাচনে (Gujarat Assembly Election 2022 Phase 1) ভোটারদের উৎসাহ এবং বেশি সংখ্যায় ভোট দেওয়ার কথা বলেন । তিনি টুইট করেন, "গত দুই দশকে গুজরাত উন্নয়ন ও শান্তির সমার্থক হয়ে উঠেছে ৷ যা নিয়ে প্রত্যেক ভারতীয় গর্বিত । কিন্তু এটা সম্ভব হয়েছে গুজরাতের জনগণের দ্বারা নির্বাচিত শক্তিশালী সরকারের কারণে । আমি প্রথম পর্বের নির্বাচনে ভোটারদের এই উন্নয়নের কাজ অব্যাহত রাখতে বেশি মাত্রায় উৎসাহ এবং ভোট দেওয়ার জন্য আবেদন করছি ৷"

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও ভোটারদের কাছে বিপুল সংখ্যক ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে অবদান রাখার আবেদন জানিয়েছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথোপকথন হয়েছে বলে তিনি জানিয়েছেন । প্যাটেল টুইটে বলেন, "যেহেতু আজ গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট চলছে । আমি সমস্ত ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে তারা বিপুল সংখ্যক ভোট দিন এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে অবদান রাখুন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই বিষয়ে আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং আমার মঙ্গল কামনা করেছেন ।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধি গুজরাতের ভোটারদের কর্মসংস্থান, সস্তা গ্যাস সিলিন্ডার এবং রাজ্যের একটি প্রগতিশীল ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন । তিনি টুইট বার্তায় বলেন, "গুজরাতের সকল ভাই-বোনদের কাছে আবেদন, ভোট দিন... কর্মসংস্থান, সস্তা গ্যাস সিলিন্ডার, কৃষকদের ঋণ মকুব, রাজ্যের প্রগতিশীল ভবিষ্যতের জন্য বিপুল সংখ্যক ভোট দিন এবং গণতন্ত্রের এই উৎসবকে সফল করুন ।"

কেজরিওয়াল বলেন, "গুজরাত নির্বাচনের প্রথম ধাপে আজ 89টি আসনে ভোট হচ্ছে । আজ গুজরাতে সমস্ত বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে আমার আবেদন- আপনাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে ৷ গুজরাত ও আপনাদের সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য ভোট দিন ৷ এবার বড় কিছু করুন ৷"

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy Chief Minister Manish Sisodia) ভোটারদের সুশিক্ষা, প্রতিটি যুবকের জন্য চাকরি এবং গুজরাতের প্রতিটি নাগরিকের জন্য ভালো স্বাস্থ্য ও সুবিধার জন্য ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন । তিনি টুইট করেন, "গুজরাতের সমস্ত মানুষের কাছে আবেদন- প্রতিটি শিশুকে সুশিক্ষা, প্রতিটি যুবককে চাকরি এবং গুজরাতের প্রতিটি নাগরিকের জন্য ভালো স্বাস্থ্য সুবিধার জন্য আপনারা ভোট দিন । শুধুমাত্র আপনার ভোটের ভিত্তিতে, আপনার নিজের পরিবার এবং সমগ্র গুজরাত উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে ।"

আরও পড়ুন:লড়াইয়ে বিজেপি-আপ-কংগ্রেস, গুজরাতে প্রথম দফার ভোট শুরু সকাল 8টায়

বৃহস্পতিবার সকাল 8টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে । কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের 19টি জেলা জুড়ে বিস্তৃত 89টি আসনে ভোটগ্রহণ হচ্ছে । মোট 2 কোটি 39 লক্ষ 76 হাজার 670 জন ভোটার রয়েছে ৷ তারা আজ বিকাল 5 টার মধ্যে তাদের ভোট দেবেন ৷ প্রথম ধাপে 788 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে । মোট ভোটার সংখ্যার মধ্যে 1 কোটি 24 লক্ষ 33 হাজার 362 জন পুরুষ ৷ 1 কোটি 15 লক্ষ 42 হাজার 811 জন মহিলা এবং 497 জন তৃতীয় লিঙ্গের ।

Last Updated : Dec 1, 2022, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details