আমেদাবাদ, 9 ডিসেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Poll 2022) প্রায় 85 শতাংশের বেশি 156টি আসন জিতেছে বিজেপি ৷ যা গুজরাতে 27 বছরের শাসনকালে গেরুয়া শিবিরের ঐতিহাসিক জয় ৷ 2018 বিধানসভার নিরিখে এই জয় অনেক বড় ৷ তবে, শুধু বিপুল সংখ্যায় আসন পাওয়া নয় ৷ আর বেশ কয়েকটি ক্ষেত্রে রেকর্ড করেছে বিজেপি ৷ এমন একাধিক আসন পদ্ম শিবিরের পক্ষে গিয়েছে, যেখানে রেকর্ড ব্যবধানে জয় লাভ করেছেন বিজেপি প্রার্থীরা (BJP Breaks Records in High Victory Margins) ৷ উল্লেখ্য, ঘাটলোদিয়া এবং চরয়াসি কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান প্রায় 2 লাখের কাছাকাছি ৷
ভূপেন্দ্র প্যাটেল (Gujarat Chief Minister Bhupendra Patel) দ্বিতীয়বার সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে আমেদাবাদের ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জিতেছেন ৷ তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় 1 লক্ষ 92 হাজার ভোট বেশি পেয়েছেন ৷ সেখানে বিপক্ষের কংগ্রেস প্রার্থী আমিবেন যাজ্ঞিক মাত্র 21 হাজার 267টি ভোট পেয়েছেন ৷ আর আম আদমি পার্টির প্রার্থী মাত্র 14 হাজার 35টি ভোট পেয়েছেন ৷ একইভাবে সুরাত কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 1 লক্ষ 16 হাজার 675 ভোট বেশি পেয়েছেন ৷ পারদি বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী 97 হাজার ভোটে জিতেছেন ৷