মুম্বই, 25 জুন: সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়কে (Teesta Setalvad) গ্রেফতার করল গুজরাত পুলিশের (Gujarat Police) সন্ত্রাসবিরোধী স্কোয়াড (Anti-Terrorism Squad) বা এটিএস (ATS) ৷ শনিবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করা হয় ৷ প্রসঙ্গত, শুক্রবার গুজরাত হিংসার (Gujarat Violence 2002) ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ প্রধানমন্ত্রীকে আগেই এই মামলায় ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (SIT) ৷ তারই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা রুজু করেন জাকিয়া জাফরি (Zakia Jafri) ৷ তাঁর স্বামী এহসান জাফরি (Ehsan Jafri) 2002 সালের সেই ঘটনায় নিহত হন ৷
শুক্রবারের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার ও বিজেপি-র তরফে দাবি করা হচ্ছে, নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করতেই গুজরাত হিংসার ঘটনায় তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছিল ৷ এ নিয়ে ইতিমধ্য়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ একটি সাক্ষাৎকারও দিয়েছেন ৷ এই প্রেক্ষাপটে গোটা ঘটনায় সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়ের নাম উঠে এসেছে ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, সুপ্রিম কোর্টে সিট-এর ক্লিনচিটের বিরোধিতায় মামলা রুজুর পিছনে তিস্তার উস্কানি ছিল ৷ এমনকী, এই মামলার অন্যতম 'পার্টি'ও ছিলেন তিস্তা ৷ এই অবস্থায় শীর্ষ আদালতের রায়দানের পরদিনই তাঁর গ্রেফতারিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷