সবরকান্থ (গুজরাত), 11 এপ্রিল: তারক মেহতা কা উলটা চশমা ! মনে আছে বিখ্যাত এই টেলি সিরিয়ালটির কথা ? 2008 সালে এই সিরিয়ালটিতে দেখা গিয়েছিল একটি ঝকঝকে গ্রাম ৷ আদর্শ গ্রাম, গুজরাতের জেঠিপুরা ৷ সবরকান্থের ইদার তালুকা থেকে 17 কিমি এবং হিম্মতনগর থেকে 28 কিমি দূরত্বে অবস্থিত জেঠিপুরা ৷
আদর্শ কেন ? মাত্র 1 হাজার 300 জন মানুষের বাস এই প্রত্যন্ত গ্রামে ৷ অথচ এই গ্রামটি আদর্শ হয়ে উঠেছে অনেক দিক দিয়ে ৷ রাজ্যের 10টি পুরস্কার পেয়েছে ৷ এর সঙ্গে পরিচ্ছন্নতা, অত্যাধুনিক সুবিধে, নিকাশি ব্যবস্থা, সবুজায়ন এমনকী হাইটেক লাইব্রেরিও আছে এই গ্রামে ৷ তাই কেন্দ্রীয় সরকারও এই আদর্শ গ্রামটিকে পুরস্কৃত করেছে ৷
তবে আশ্চর্যের ব্যাপার, গত 15 বছরে এই গ্রামে সরপঞ্চ নির্বাচন হয়নি ৷ সবার সম্মতি নিয়ে কে সরপঞ্চ হবেন, তা ঠিক হয় এই গ্রামে ৷ জেঠিপুরা গ্রাম দু'টি জাতীয় স্তরের পুরস্কার- নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা অ্যাওয়ার্ড এবং দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ৷ আর এর সঙ্গে বিখ্যাত কমেডি সিরিয়াল 'তারক মেহতা কা উলটা চশমা'য় এই গ্রামটিকে দেখা যায়, সেই সূত্রে আরেকটি পুরস্কার জেতে জেঠিপুরা ৷