পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Morbi Bridge Collapse: মোরবি সেতু বিপর্যয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ গুজরাত হাইকোর্টের, নোটিশ রাজ্যকে - গুজরাত হাইকোর্ট

মোরবি সেতু বিপর্যয়ের (Morbi Bridge Collapse) ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা (Suo motu cognisance) গ্রহণ করেছে গুজরাত হাইকোর্ট (Gujarat High Court) ৷ এই নিয়ে নোটিশ পাঠানো হয়েছে রাজ্য সরকারকে ৷ 14 নভেম্বরের মধ্যে এই বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্টও জমা দিতে হবে আদালতে ৷

Gujarat High Court takes suo motu cognisance of Morbi bridge collapse tragedy, issues notice to state govt
মোরবি সেতু বিপর্যয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ গুজরাত হাইকোর্টের, নোটিশ রাজ্যকে

By

Published : Nov 7, 2022, 2:56 PM IST

আহমেদাবাদ, 7 নভেম্বর: মোরবি সেতু বিপর্যয়ের (Morbi Bridge Collapse) ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা (Suo motu cognisance) গ্রহণ করল গুজরাত হাইকোর্ট (Gujarat High Court)৷ এই নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে আদালত ৷ পাশাপাশি 14 নভেম্বরের মধ্যে এই বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে ।

30 অক্টোবর মোরবিতে ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু ভেঙে পড়ে 135 জনের মৃত্যু হয়েছিল ৷ ওই ঘটনায় গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি আশুতোষ শাস্ত্রীর ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ, পৌরসভার কমিশনার, মোরবি পৌরসভা, জেলা কালেক্টর এবং রাজ্য মানবাধিকার কমিশনের মাধ্যমে গুজরাত সরকারকে নোটিশ দিয়েছে এবং 14 নভেম্বরের জন্য এই বিষয়টি তালিকাভুক্ত করেছে ।

আরও পড়ুন:মোরবি সেতু দুর্ঘটনা ! সাসপেন্ড পৌরসভার প্রধান আধিকারিক

আগামী সোমবার যখন শুনানি হবে, তার আগে এই নিয়ে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছে একটি স্ট্যাটাস রিপোর্টও চেয়েছে গুজরাত হাইকোর্ট ৷ রাজ্য মানবাধিকার কমিশনকেও 14 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে আদালত এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে ।

ABOUT THE AUTHOR

...view details