আহমেদাবাদ, 7 নভেম্বর: মোরবি সেতু বিপর্যয়ের (Morbi Bridge Collapse) ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা (Suo motu cognisance) গ্রহণ করল গুজরাত হাইকোর্ট (Gujarat High Court)৷ এই নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে আদালত ৷ পাশাপাশি 14 নভেম্বরের মধ্যে এই বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে ।
30 অক্টোবর মোরবিতে ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু ভেঙে পড়ে 135 জনের মৃত্যু হয়েছিল ৷ ওই ঘটনায় গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি আশুতোষ শাস্ত্রীর ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ, পৌরসভার কমিশনার, মোরবি পৌরসভা, জেলা কালেক্টর এবং রাজ্য মানবাধিকার কমিশনের মাধ্যমে গুজরাত সরকারকে নোটিশ দিয়েছে এবং 14 নভেম্বরের জন্য এই বিষয়টি তালিকাভুক্ত করেছে ।