আমেদাবাদ, 15 জুলাই: পেশ করা প্রমাণের সত্যতা মূল্যায়ন না-করে রায় ঘোষণা অন্যায় ৷ গুজরাত হাইকোর্ট 14 বছর পুরনো একটি যৌন নিপীড়নের মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছে ৷ আমরেলির ওই ঘটনায় প্রায় 13 বছর সংশোধনাগারে বন্দি দুই ব্যক্তিকে নির্দোষ ঘোষণা করে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত ৷ রায় দিতে গিয়ে গুজরাত হাইকোর্টের বিচারপতি এএস সুপাইয়া মন্তব্য করেন, ‘‘কোনও নিরাপরাধ ব্যক্তিকে প্রমাণ ছাড়া দীর্ঘদিন সংশোধনাগারে বন্দি রাখা অন্যায় ৷’’ পাশাপাশি, গুজরাতের বিভিন্ন আদালতে দীর্ঘদিন ধরে চলা এই ধরনের মামলার তালিকা চেয়েছে হাইকোর্ট ৷
উল্লেখ্য, 2009 সালে একটি যৌন নিপীড়নের মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ সেই মামলায় নিম্ন আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে 10 বছরের বেশি সাজা ঘোষণা করে ৷ এমনটাই জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী হার্দিক রাওয়াল ৷ যে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন ওই দুই সাজাপ্রাপ্ত ব্যক্তি ৷ কিন্তু, মামলাটি দীর্ঘদিন আদালতে শুনানির জন্য পড়েছিল ৷ সম্প্রতি সেই মামলার শুনানিতে পুলিশের পেশ করা প্রমাণাদি ও সাক্ষীদের বয়ান নিয়ে ফের সওয়াল জবাব হয় ৷