পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: 'মোদি' পদবি নিয়ে মানহানির মামলা! রাহুলের আবেদন খারিজ গুজরাত হাইকোর্টের

রাহুল গান্ধির আবেদন খারিজ করল গুজরাত হাইকোর্ট ৷ নিম্ন আদালতের রায়ই বহাল রইল ৷ আগামী দিনে রাহুল সাংসদ পদ ফিরে পাবেন কি না, তা নির্ভর করছে তাঁর পরবর্তী পদক্ষেপের উপর ৷

ETV Bharat
রাহুল গান্ধি

By

Published : Jul 7, 2023, 11:29 AM IST

Updated : Jul 7, 2023, 11:54 AM IST

আমেদাবাদ, 7 জুলাই: মোদি পদবি সংক্রান্ত মানহানির মামলা থেকে রেহাই পেলেন না কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ সুরাতের নিম্ন আদালতের সাজার বিরোধিতা করে গুজরাত হাইকোর্টে আবেদন করেছিলেন রাহুল ৷ শুক্রবার আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে । নিম্ন আদালতের রায়ই বহাল রইল ৷ এমনকী 2 বছরের কারাদণ্ডের সাজারও কোনও বদল হল না ৷

এই অবস্থায় তিনি আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না, প্রতিন্দ্বন্দ্বিতা করতে পারবেন না ৷ তাঁর সাংসদ পদ ফিরে পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ তবে তাঁর কাছে উচ্চতর আদালতে আবেদন জানানোর রাস্তা খোলা রয়েছে ৷

এদিন গুজরাত হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্চক উল্লেখ করেন, এখন ভারতজুড়ে রাহুল গান্ধির বিরুদ্ধে 10টি মামলা রয়েছে ৷ এমতাবস্থায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করতে নিম্ন আদালতের রায় যোগ হওয়াটা একেবারে ন্যায্য, যথার্থ এবং আইনানুগ ৷ আদালত আরও জানায়, রাহুল গান্ধির সাজা মকুব করার কোনও যুক্তিযুক্ত কারণ নেই ৷

রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ৷ 2019 সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সভা করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি প্রকাশ্যে বলেন, "সব চোরেদের পদবি একটাই, মোদি ৷ এটা কেন ?" এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷

আরও পড়ুন: সত্যি বলার খেসারত দিতে হল, সরকারি বাসভবন ছেড়ে দিয়ে বললেন রাহুল গান্ধি

23 মার্চ পূর্ণেশ মোদির করার মানহানির মামলায় বিচারক রাহুল গান্ধিকে ভারতীয় দণ্ডবিধির 499 এবং 500 ধারার আওতায় 2 বছরের কারাবাসের সাজা ঘোষণা করে ৷ এর 24 ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ আজকের এই রায়ের পর উচ্ছ্বসিত বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ৷ তিনি সাংবাদিকদের বলেন, "আমরা আজ হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি ৷ তাঁর (রাহুল গান্ধির) ভাবা উচিত ৷ আর যেন তিনি এরকম ইতিহাস তৈরি না করেন ৷" তিনি আরও জানান, রাহুল গান্ধি এর আগেও এধরনের মন্তব্য করেছেন ৷

Last Updated : Jul 7, 2023, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details