আমেদাবাদ, 7 জুলাই: মোদি পদবি সংক্রান্ত মানহানির মামলা থেকে রেহাই পেলেন না কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ সুরাতের নিম্ন আদালতের সাজার বিরোধিতা করে গুজরাত হাইকোর্টে আবেদন করেছিলেন রাহুল ৷ শুক্রবার আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে । নিম্ন আদালতের রায়ই বহাল রইল ৷ এমনকী 2 বছরের কারাদণ্ডের সাজারও কোনও বদল হল না ৷
এই অবস্থায় তিনি আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না, প্রতিন্দ্বন্দ্বিতা করতে পারবেন না ৷ তাঁর সাংসদ পদ ফিরে পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ তবে তাঁর কাছে উচ্চতর আদালতে আবেদন জানানোর রাস্তা খোলা রয়েছে ৷
এদিন গুজরাত হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্চক উল্লেখ করেন, এখন ভারতজুড়ে রাহুল গান্ধির বিরুদ্ধে 10টি মামলা রয়েছে ৷ এমতাবস্থায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করতে নিম্ন আদালতের রায় যোগ হওয়াটা একেবারে ন্যায্য, যথার্থ এবং আইনানুগ ৷ আদালত আরও জানায়, রাহুল গান্ধির সাজা মকুব করার কোনও যুক্তিযুক্ত কারণ নেই ৷