আমেদাবাদ, 22 ফেব্রুয়ারি:মোরবি সেতু বিপর্যয়ের ঘটনায় আদালতে বড় ধাক্কা খেল ওই সেতু সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওরেভা গোষ্ঠী (Oreva Group) ৷ বুধবার এই সংক্রান্ত মামলায় তাদের বিরাট অংকের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে গুজরাত হাইকোর্ট (Gujarat High Court on Morbi Bridge Collapse) ৷ আদালত জানিয়েছে, গত বছরের ওই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকট আত্মীয়কে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে ৷ ঘটনায় আহত প্রত্যেকে পাবেন 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ ৷ ওরেভা গোষ্ঠীকে আদালত নির্দেশ দিয়েছে, আগামী 4 সপ্তাহের মধ্যে 5 কোটি টাকা তাদের জমা করতে হবে ৷
মোরবি সেতু বিপর্যয় সংক্রান্ত সংশ্লিষ্ট মামলার শুনানি চলছিল গুজরাত হাইকোর্টের ফার্স্ট ডিভিশন বেঞ্চে ৷ এই বেঞ্চে রয়েছেন আদালতের প্রধান বিচারপতি সোনিয়া গোকানি এবং বিচারপতি সন্দীপ ভাট ৷ ঘটনায় মৃতদের নিকট আত্মীয়দের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করার সময় দুই বিচারপতি সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ উল্লেখ করেন ৷ এই ধরনের ঘটনায় প্রয়াতদের পরিজনকে কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া উচিত, সেই বিষয়ে পর্যবেক্ষণ করেছিল শীর্ষ আদালত ৷