আমেদাবাদ (গুজরাত), 25 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhale) সমস্যা আরও বাড়ল ৷ গুজরাত হাইকোর্ট (Gujarat High Court) সাকেতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ৷ এর আগে সেশন কোর্টেও জামিনের আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের এই নেতা ৷ কিন্তু সেখানেও এই আবেদন খারিজ হয়ে যায় ৷ এবার হাইকোর্টও তাঁর আবেদন নাকচ করে দিল ৷ আদালত জানিয়েছে, তাঁর বিরুদ্ধে চার্জশিট না জমা হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া যাবে না ৷
গত দু’মাসে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন সাকেত গোখলে ৷ মিথ্যা তথ্য প্রচার-সহ একাধিক অভিযোগে তাঁকে বারবার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷ শেষবার তাঁকে নয়াদিল্লির বঙ্গভবন থেকে গ্রেফতার করা হয় ৷ যা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী ৷ বঙ্গভবন থেকে গুজরাত পুলিশ কেন সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে সেই প্রশ্নও তুলেছিলেন মমতা ৷
এদিকে সাকেতের বিরুদ্ধে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থের অপব্যবহার করার অভিযোগ উঠেছে ৷ তাই মানি লন্ডারিং আইনের অধীনে সবরমতি জেলে বন্দি তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রকে ইডি (ED) হেফাজতে নিয়েছে । বুধবার সাকেতকে আদালতে হাজির করে ইডি রিমান্ডে নেবে বলেও জানা গিয়েছে ৷ তাঁকে ইতিমধ্যে তিনদিন জেলে নিয়ে জেরা করেছে ইডি । আদালতের অনুমতি নিয়েই তারা জেরা করেছে সাকেতকে ৷