পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assembly Election 2022: মোদির ডাকে সাড়া দিয়ে বিজেপির পক্ষে রেকর্ড ভোট গুজরাতে, মুখ ফেরাল হিমাচল - হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন

না দলিত ইস্যু, না বিলকিস বানো গণধর্ষণকাণ্ড, না দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় থাকার ফরে প্রতিষ্ঠান বিরোধিতা, কোনও কিছুই গুজরাতে বিজেপির রেকর্ড জয়ের পথে বাধা হতে পারল না ৷ কিন্তু হিমাচলে কেন গেরুয়া ঝড় কাজ করল না ? লিখলেন ইটিভি ভারতের (ETV Bharat) নেটওয়ার্ক এডিটর বিলাল ভাট ৷

ETV Bharat
Assembly Election 2022

By

Published : Dec 8, 2022, 5:04 PM IST

Updated : Dec 8, 2022, 5:29 PM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: ছিল নিজেকে নিজের ছাপিয়ে যাওয়ার লড়াই ৷ যে মোদি ক্যারিশমায় ভর করে এতদিন একের পর এক রাজ্য জয় করেছে বিজেপি, এবারের গুজরাত বিধানসভার নির্বাচনে নিজের নামের সেই মিথকেই কার্যত বিশ্বাসে পরিণত করার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদি ৷ নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি ৷ 2022 গুজরাত বিধানসভা নির্বাচনের ফল বলছে সেই চ্যালেঞ্জ হেলায় জিতেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর আবেদনে সাড়া দিয়েছেন গুজরাতবাসী ৷ রেকর্ড সংখ্যক আসনে জয় পেয়েছে বিজেপি ৷ প্রাপ্ত আসন সংখ্যায় ছাড়িয়ে গিয়েছে 2002 সালের সাফল্যকেও (Gujarat Assembly polls) ৷

গুজরাতে এবারের ভোট প্রচার ও সর্বাধিক আসন জেতার বিষয়টিকে পাখির চোখ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মোদি ৷ প্রধানমন্ত্রী হিসেবে সে রাজ্যে প্রচারে গিয়ে বিজেপির পক্ষে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি ৷ নির্বাচন কমিশনের তথ্য বলছে এবারের মোট প্রদত্ত ভোটের অর্ধেকেরও বেশি পেয়েছে গেরুয়া শিবির ৷ বিরোধীদের কার্যত দুরমুশ করে গুজরাত বিধানসভায় নিরঙ্কুশ আধিপত্য কায়েম করেছে বিজেপি ৷ ভোটের এই ফলই বলে দিচ্ছে দলিত ইস্যু, বিলকিস বানো গণধর্ষণকাণ্ড, প্রতিষ্ঠান বিরোধিতা, বিজেপির বিরুদ্ধে বিরোধীদের কোনও অস্ত্রই কাজ দেয়নি ৷ ফলে আগামী পাঁচ বছর গুজরাত বিধানসভায় বিরোধী স্বর নিচু লয়েই শোনা যাবে ৷

বিধানসভা ভোটের প্রচার এবার বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদিকে সামনে রেখেই করেছিল ৷ নীচতলার প্রচারে ভোটারদের বলা হয়েছিল দল কাজ না-করে থাকলে মুখ ঘুরিয়ে নিতে ৷ পাশাপাশি যদিও এও বলা হয়েছিল ঘরের ছেলে মোদির পক্ষে ভোট দিতে ৷ দেখা যাচ্ছে ঘরের ছেলে নরেন্দ্র মোদিকেই ঝাঁপি উজাড় করে ভোট দিয়েছে তাঁর রাজ্য (Gujarat Election 2022) ৷

আরও পড়ুন:হিমাচলে মোদি-যোগীর প্রচার করা আসনগুলিতে খারাপ ফল বিজেপির

গুজরাতে এবার বিজেপি, কংগ্রেস ও আপের মধ্যে মূলত ত্রিমুখী লড়াই হলেও আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম ও প্রার্থী দিয়েছিল ৷ ভোটের ফল বলছে ভোট কাটাকাটি করে বিরোধী দলগুলি নিজেদেরই ক্ষতি করেছে ৷ বহু কেন্দ্রে মুসলিম প্রার্থীরা যা ভোট পেয়েছেন, তাতে বিরোধী ভোট জমাট বাধার বদলে তাদের পরস্পরের ক্ষতি বেশি হয়েছে ৷ এমনকি লাভবান হতে পারেনি আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম ও ৷

বিজেপির নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা আরও বেশ কয়েকটি দিন ইঙ্গিত করছে ৷ সম্প্রতি সুরাত পৌরনিগমের ভোটে ভালো ফল করেছিল আম আদমি পার্টি (আপ) ৷ জিতেছিল 27 আসনে ৷ আপের এই উত্থানকে মাথায় রেখেই নিজেদের ভোট পরিকল্পনা সাজিয়েছিল বিজেপি ৷ যা ফল দিয়েছে ৷ আসাদউদ্দিন ওয়াইসির ধারাবাহিক গুজরাত সফরও পদ্ম শিবিরের নজরে ছিল ৷ সৌরাষ্ট্রতে কংগ্রেসের সাংগঠনিক জোর অন্যতম মাথাব্যাথার কারণ ছিল বিজেপির ৷ এইসব কিছু মাথায় রেখেই তৈরি হয়েছিল গেরুয়া শিবিরের প্রচার কৌশল ৷ কংগ্রেস প্রভাবিত আসনগুলিতে নিজে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ আগের যেসব আসনে কংগ্রেস ভালো ফল করেছিল সেখানে প্রচারে গিয়ে হাত শিবিরকে তীব্র কটাক্ষে বিদ্ধ করেন প্রধানমন্ত্রী ৷ সৌরাষ্ট্রতে 2017 এর নির্বাচনে সর্বাধিক আসন পেয়েছিল কংগ্রেস ৷ সেখান থেকেই আক্রমণ শানিয়েছেন মোদি আর বার্তা দিয়েছেন গোটা রাজ্যে ৷

আরও পড়ুন:জনতার রায়ে এগিয়ে থেকেও বিজেপির 'ঘোড়া কেনাবেচা'র আশংকা ভাবাচ্ছে কংগ্রেসকে

2017 তে সৌরাষ্ট্রের 48টি আসনের মধ্যে 28টি পেয়েছিল কংগ্রেস ৷ বিজেপি জেতে 19 আসনে ৷ উত্তর গুজরাতের 53 আসনের মধ্যে সেবার কংগ্রেস পায় 24 আসন ৷ এমনকি ভাদনগর, উঞ্ঝার মতো আসন যা মোদির ঘর বলে পরিচিত সেখানেও গতবার 19 হাজার ভোটের ব্যবধানে কংগ্রেসের কাছে হেরেছিলেন বিজেপি প্রার্থীরা ৷

পাশাপাশি, এবার বিজেপির হিন্দুত্বের প্রচার তাদের সমর্থকদের পাশাপাশি সমাজের মূল স্তরেও প্রভাব ফেলেছে ৷ হিন্দুত্বের পক্ষে গেরুয়া শিবিরের এই প্রচার বিরোধীদের খারাপ ফলের অন্যতম কারণ ৷

তবে গুজরাতের এই ফলের সমীকরণ হিমাচলে বিজেপির পক্ষে কাজ করেনি ৷ এখানে খারাপ ফল করেছে বিজেপি, এমনকি ক্ষমতায় ফিরতে প্রয়োজনীয় আসন জোগাড় করতেও ব্যর্থ হয়েছে তারা ৷ এই পাহাড়ি রাজ্যে তাদের হিন্দুত্বের প্রচার কাজ দেয়নি ৷ সম্ভবত সরকারি কর্মীরা এই ফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ৷ কংগ্রেস ক্ষমতায় এলে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ সেটাই কাজ দিয়েছে (Himachal Pradesh Assembly Election 2022) ৷

গুজরাতে যখন এদিন যখন গৈরিকীকরণ আরও গাঢ় হয়েছে, তখন তা ফিকে হয়েছে হিমাচলে (Himachal Pradesh Assembly Polls)৷ গুজরাতে টানা ষষ্ঠবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি ৷ আর হিমাচলে বিজেপিকে সরিয়ে সরকার গড়ার পথে কংগ্রেস ৷ প্রতি 5 বছর অন্তর এই পাহাড়ি রাজ্যে সরকার পরিবর্তনের যা রেওয়াজ, তা এবারও বজায় থাকল ৷ তবে 2023 এ একাধিক রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে গুজরাতের পর বিজেপিকে উদ্বুদ্ধ করবে বলা যায় ৷ নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে বিরোধীদের কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল বিজেপি, তা বলা যায় ৷

Last Updated : Dec 8, 2022, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details