আমেদাবাদ (গুজরাত), 2 মে: মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দু’বছরের কারাদণ্ড হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধির ৷ গুজরাতের সুরাত আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে সেখানকার সেশন কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ কিন্তু সুরাত সেশন কোর্ট রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে ৷ তার পর এই নিয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ৷ মঙ্গলবার গুজরাত হাইকোর্টও এই নিয়ে রাহুলকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিতে অস্বীকার করল ৷
রাহুল গান্ধির তরফে সুরাত আদালতের তরফে দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয় গুজরাতের উচ্চ আদালতে ৷ মঙ্গলবার ওই আদালতের বিচারপতি হেমন্ত প্রছকের এজলাসে ৷ সেখানে বিচারপতি রাহুলকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিতে অস্বীকার করেন ৷ আর জানিয়ে দেন যে রায় রিজার্ভ রাখা হল ৷ ছুটির পর এই নিয়ে তিনি রায় দেবেন ৷ তাছাড়া এই মামলায় রাহুলের বিরোধীপক্ষ পূর্ণেশ মোদির আইনজীবীকে এই সংক্রান্ত অতিরিক্ত নথি জমা দেওয়ারও অনুমতি দিয়েছে আদালত ৷
2019 সালের লোকসভা নির্বাচনের সময় রাহুল গান্ধি কর্ণাটকে প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ৷ এর পর গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন ৷ গত 23 মার্চ সুরাতের আদালতে সেই মামলার রায় বের হয় ৷ রাহুলকে দোষী সাব্যস্ত করা হয় ৷ তাঁকে দু’বছরের কারাদণ্ড দেয় আদালত ৷ একই সঙ্গে তিনি যাতে উচ্চতর আদালতে আবেদন করতে পারেন, সেই কারণে তাঁকে একমাসের সময়ও দেওয়া হয় ৷