রাজকোট, 28 মে: "গুজরাতই আমায় আজকের আমি বানিয়েছে" ৷ শনিবার নিজের রাজ্যে সফরে এসে একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Gujarat has made me who I am today says PM Modi) ৷ এদিন রাজকোটের আটকোটে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী ৷ পরে তিনি বলেন, "দেশের সেবা করার সুযোগ আমি কখনও হাতছাড়া করিনি ৷ যখন সরকার ও জনগণের প্রচেষ্টা একসঙ্গে যুক্ত হয় তখন দেশের জন্য কাজ করার শক্তিও বৃদ্ধি পায় ৷"
তাঁর প্রধানমন্ত্রীত্বের আমলে গত আট বছরে গরিবদের উন্নয়নে কেন্দ্র সরকার কী কী কাজ করেছে এদিন সেই খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ বলেন, "দেশের তিন কোটি গরিব মানুষের জন্য পাকা ঘর বানানো হয়েছে, 10 কোটি পরিবারের জন্য শৌচালয় তৈরি হয়েছে, কাঠ, কয়লার ধোঁয়ায় রান্না করার সমস্যা থেকে মুক্তি পেয়েছেন 9 কোটি মহিলা, 6 কোটি পরিবারের কাছে পরিশ্রুত পানীয় জল ও আড়াই কোটি গরিব পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে ৷"