পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi in Rajkot : 'গুজরাতই আমায় আজকের আমি বানিয়েছে', রাজকোটে বললেন প্রধানমন্ত্রী মোদি - Modi in Gujarat

গত আট বছরে কেন্দ্রীয় সরকার গরিব, দলিত ও মহিলাদের উন্নয়নে কী কী কাজ করেছে এদিন রাজকোটে দাঁড়িয়ে সেই পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী (PM Modi Visits Gujarat)

Narendra Modi at Gujarat
রাজকোটে প্রধানমন্ত্রী মোদি

By

Published : May 28, 2022, 3:53 PM IST

রাজকোট, 28 মে: "গুজরাতই আমায় আজকের আমি বানিয়েছে" ৷ শনিবার নিজের রাজ্যে সফরে এসে একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Gujarat has made me who I am today says PM Modi) ৷ এদিন রাজকোটের আটকোটে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী ৷ পরে তিনি বলেন, "দেশের সেবা করার সুযোগ আমি কখনও হাতছাড়া করিনি ৷ যখন সরকার ও জনগণের প্রচেষ্টা একসঙ্গে যুক্ত হয় তখন দেশের জন্য কাজ করার শক্তিও বৃদ্ধি পায় ৷"

তাঁর প্রধানমন্ত্রীত্বের আমলে গত আট বছরে গরিবদের উন্নয়নে কেন্দ্র সরকার কী কী কাজ করেছে এদিন সেই খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ বলেন, "দেশের তিন কোটি গরিব মানুষের জন্য পাকা ঘর বানানো হয়েছে, 10 কোটি পরিবারের জন্য শৌচালয় তৈরি হয়েছে, কাঠ, কয়লার ধোঁয়ায় রান্না করার সমস্যা থেকে মুক্তি পেয়েছেন 9 কোটি মহিলা, 6 কোটি পরিবারের কাছে পরিশ্রুত পানীয় জল ও আড়াই কোটি গরিব পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন :টেসলা তৈরির কারখানা ভারতে গড়ার পরিকল্পনা নেই, টুইটারে জানালেন মাস্ক

গত আট বছরে সরকার মহাত্মা গান্ধি, সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন পূরণে কাজ করেছে বলেও দাবি নরেন্দ্র মোদির ৷ তাঁর কথায়, "বাপু চাইতেন গরিব, দলিত, মহিলা, আদিবাসীদের ক্ষমতায়ন ৷ যেখানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পরিষেবা পাওয়া তাঁদের অধিকার ৷ আমরা মহিলাদের জন্য বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা করেছি ৷ গরিবদের কথা মাথায় রেখে আমরা স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবার উন্নতি করেছি ৷ আমরা সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছি ৷" জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং করোনা অতিমারি সময় বিনামূল্যে রেশন দেওয়ার কথাও এদিন প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details