নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: 2002 সালে গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসের কামরায় অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত 11 জনের ফাঁসির সাজা চালল গুজরাত সরকার ৷ সোমবার সুপ্রিম কোর্টে এই কথা জানানো হয়েছে সরকারের তরফে ৷ গোধরার ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম দাবি করে এদিন গুজরাত সরকারের তরফে শীর্ষ আদালতে এই আবেদন জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা (Gujarat govt in Supreme Court) ৷
গুজরাত হাইকোর্ট এর আগে দোষী সাব্যস্ত হওয়া ওই 11 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ৷ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান হয় ৷ সোমবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে ৷ সেখানেই এই আবেদন জানান তুষার মেহতা ৷ তিনি বলেন, "গোধরার ঘটনা বিরলের মধ্যে বিরলতম ৷ যেখানে ট্রেনের বগি বাইরে থেকে আটকে রেখে মহিলা, শিশু-সহ 59 জনকে পুড়িয়ে মারা হয় ৷ "