গান্ধিনগর, 9 মে: গুজরাতের সব সরকারি কর্মচারীদের রিলায়েন্স জিও-র কানেকশন দেওয়া হচ্ছে ৷ মাসিক 37 কাটা 50 পয়সার মোবাইল প্ল্যান দেওয়া হবে গুজরাতের সরকারি কর্মী ও আধিকারিকদের ৷ এমনকি সরকারি কর্মীদের কাছে থাকা ভোডাফোন-আইডিয়ার কানেকশন সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, জিও-র 37.50 টাকার মাসিক প্ল্যানে সমস্ত মোবাইল অপারেটর এবং ল্যান্ডলাইনে আনলিমিটেড কল করা যাবে ৷ সেই সঙ্গে মাসে 3 হাজার মেসেজ পাবেন সরকারি কর্মচারীরা ৷
জানা গিয়েছে, ভোডাফোন-আইডিয়ার কানেকশন ব্যবহার করছিলেন এমন সব কর্মীদের নম্বর পোর্টেবিলিটির মাধ্যমে রিলায়েন্স-জিও’তে স্থানান্তর করা হয়েছে ৷ তার আগে এতদিন গুজরাতে সকল সরকারি কর্মীদের অফিসিয়াল নম্বর ভোডাফোন-আইডিয়ার কানেকশনে চলত ৷ এমনকি তাঁরা লাগাতার ভোডাফোন-আইডিয়ার পোস্টপেড পরিষেবা ব্যবহার করতেন ৷ কিন্তু, গতকাল অর্থাৎ 8 মে 2023-এ একটি নির্দেশিকার জারি করা হয় সরকারের তরফে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘এই মুহূর্ত থেকে সকল সরকারি কর্মচারীরা ভোডাফোন-আইডিয়ার বদলে রিলায়েন্স-জিও’র কানেকশন ব্য়বহার করবেন ৷’’
রিলায়েন্স জিওর প্ল্যান অনুযায়ী, কর্মচারীরা মাত্র 37.50 টাকার মাসিক খরচায় জিও-র সিইউজি প্ল্যান ব্যবহার করতে পারবে ৷ সমস্ত মোবাইল অপারেটর এবং ল্যান্ডলাইনে আনলিমিটেড কল করা যাবে এই প্ল্যানের আওতায় ৷ আর সেই সঙ্গে 3 হাজার ফ্রি-মেসেজ দেওয়া হবে ৷ এই মেসেজের কোটা শেষ হয়ে গেলে, তারপর থেকে প্রতি মেসেজে 50 পয়সা করে চার্জ নেওয়া হবে ৷ একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতি মেসেজে 1 টাকা 25 পয়সা করে নেবে জিও ৷