পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jio for Government Employees: গুজরাতে সকল সরকারি কর্মীদের জিও ব্যবহার বাধ্যতামূলক - গুজরাত সরকার

সব সরকারি কর্মচারীদের জিও-র মোবাইল কানেকশন ব্যবহার করা বাধ্যতামূলক ৷ সোমবার এমনই বিজ্ঞপ্তি জারি করেছে গুজরাত সরকার ৷ সরকারি কর্মীদের অফিসিয়াল মোবাইল নম্বর এবার থেকে জিও হওয়া বাধ্যতামূলক ৷

Jio for Gujarat Government Employees ETV Bharat
Jio for Gujarat Government Employees

By

Published : May 9, 2023, 9:20 PM IST

গান্ধিনগর, 9 মে: গুজরাতের সব সরকারি কর্মচারীদের রিলায়েন্স জিও-র কানেকশন দেওয়া হচ্ছে ৷ মাসিক 37 কাটা 50 পয়সার মোবাইল প্ল্যান দেওয়া হবে গুজরাতের সরকারি কর্মী ও আধিকারিকদের ৷ এমনকি সরকারি কর্মীদের কাছে থাকা ভোডাফোন-আইডিয়ার কানেকশন সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, জিও-র 37.50 টাকার মাসিক প্ল্যানে সমস্ত মোবাইল অপারেটর এবং ল্যান্ডলাইনে আনলিমিটেড কল করা যাবে ৷ সেই সঙ্গে মাসে 3 হাজার মেসেজ পাবেন সরকারি কর্মচারীরা ৷

জানা গিয়েছে, ভোডাফোন-আইডিয়ার কানেকশন ব্যবহার করছিলেন এমন সব কর্মীদের নম্বর পোর্টেবিলিটির মাধ্যমে রিলায়েন্স-জিও’তে স্থানান্তর করা হয়েছে ৷ তার আগে এতদিন গুজরাতে সকল সরকারি কর্মীদের অফিসিয়াল নম্বর ভোডাফোন-আইডিয়ার কানেকশনে চলত ৷ এমনকি তাঁরা লাগাতার ভোডাফোন-আইডিয়ার পোস্টপেড পরিষেবা ব্যবহার করতেন ৷ কিন্তু, গতকাল অর্থাৎ 8 মে 2023-এ একটি নির্দেশিকার জারি করা হয় সরকারের তরফে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘এই মুহূর্ত থেকে সকল সরকারি কর্মচারীরা ভোডাফোন-আইডিয়ার বদলে রিলায়েন্স-জিও’র কানেকশন ব্য়বহার করবেন ৷’’

রিলায়েন্স জিওর প্ল্যান অনুযায়ী, কর্মচারীরা মাত্র 37.50 টাকার মাসিক খরচায় জিও-র সিইউজি প্ল্যান ব্যবহার করতে পারবে ৷ সমস্ত মোবাইল অপারেটর এবং ল্যান্ডলাইনে আনলিমিটেড কল করা যাবে এই প্ল্যানের আওতায় ৷ আর সেই সঙ্গে 3 হাজার ফ্রি-মেসেজ দেওয়া হবে ৷ এই মেসেজের কোটা শেষ হয়ে গেলে, তারপর থেকে প্রতি মেসেজে 50 পয়সা করে চার্জ নেওয়া হবে ৷ একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতি মেসেজে 1 টাকা 25 পয়সা করে নেবে জিও ৷

আরও পড়ুন:রিলায়েন্স জিও থেকে পদত্যাগ মুকেশ আম্বানির, দায়িত্বে বড় ছেলে আকাশ

গুজরাত সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, সকল সরকারি কর্মীদের মাসে 30 জিবি 4জি মোবাইল ডাটা প্রদান করা হবে 37.50 টাকার প্ল্যানে ৷ এই 30 জিবি-র মোবাইল ডাটা শেষ হয়ে গেলে, 25 টাকা দিতে হবে ইন্টারনেট পরিষেবার মাত্রা বৃদ্ধি করার জন্য ৷ এই অতিরিক্ত খরচে 60 জিবি 4জি ডাটা পাবেন সরকারি কর্মীরা ৷ তবে, 4জি আনলিমিটেড প্ল্যানও নিতে পারবেন সরকারি কর্মীরা তার জন্য 125 টাকা প্রতি মাসে দিতে হবে রিলায়েন্স জিও-কে ৷

পাশাপাশি, গুজরাতের সরকারি কর্মচারীদের 4জি-র খরচে 5জি পরিষেবা দেবে জিও ৷ আর সরকারি কর্মীরা যাঁরা ভোডাফোন-আইডিয়া ব্যবহার করছিলেন অফিসিয়াল নম্বর হিসেবে ৷ তাঁরা জিও মোবাইল পোর্টাবিলিটির সাহায্যে ওই নম্বরেই কানেকশন বদল করতে পারবেন ৷ এর জন্য কোনও খরচ বহন করতে হবে না সরকারি কর্মীদের ৷

ABOUT THE AUTHOR

...view details