পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat Election 2022: দান্তা বিধানসভার কংগ্রেস প্রার্থীকে বেধড়ক মারধর করেছে বিজেপি, অভিযোগ রাহুলের

গুজরাতের দান্তা বিধানসভার কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ (Congress Candidate Brutally Attacked by BJP Goons) করলেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি, ঘটনার পর থেকে তিনি নিখোঁজ বলেও জানিয়েছেন তিনি ৷

Gujarat Election 2022 Congress Candidate Brutally Attacked by BJP Goons Claims Rahul Gandhi
Gujarat Election 2022 Congress Candidate Brutally Attacked by BJP Goons Claims Rahul Gandhi

By

Published : Dec 5, 2022, 10:00 AM IST

Updated : Dec 5, 2022, 10:57 AM IST

নয়াদিল্লি, 5 ডিসেম্বর: আজ গুজরাত বিধানসভার দ্বিতীয় তথা অন্তিম দফার নির্বাচন ৷ তার আগে গুজরাতের দান্তা বিধানসভার (Danta Assembly) বিদায়ী বিধায়ক তথা কংগ্রেসের প্রার্থী কান্তিভাই খারাদিকে মারধরের অভিযোগ উঠেছে (Congress Candidate Brutally Attacked by BJP Goons) ৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস প্রার্থীকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ করেছেন স্বয়ং রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ পাশাপাশি, ঘটনার পর থেকে তিনি নিখোঁজ বলেও জানিয়েছেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি ৷ এ নিয়ে একটি টুইট করেছেন রাহুল গান্ধি ৷

টুইটে তিনি লেখেন, ‘‘কংগ্রেসের আদিবাসী নেতা এবং দান্তা বিধানসভার প্রার্থী কান্তিভাই খারাদি (Kantibhai Kharadi)-কে বাজেভাবে মারধর করেছে বিজেপির গুন্ডারা ৷ বর্তমানে তিনি নিখোঁজ ৷’’ পুরো ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল ৷ তিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের তরফে আগেই আধাসেনা মোতায়েন করার দাবি জানানো হয়েছিল ৷ কিন্তু, নির্বাচন কমিশন এখনও ঘুমিয়ে রয়েছে বলে অভিযোগ সাংসদের ৷

বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রাহুল গান্ধি আরও লেখেন, ‘‘বিজেপি শুনে নিক - আমরা ভয় পাইনি, আমরা ভয় পাবও না ৷ আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করব ৷’’ প্রসঙ্গত, গুজরাতের দান্তা বিধানসভা তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত আসন ৷ যেখান কংগ্রেস প্রার্থী কান্তিভাই খারাদির বিপক্ষে বিজেপি লাটুভাই পারঘিকে প্রার্থী করেছে ৷ সোমবার গুজরাত বিধানসভা দ্বিতীয় দফার নির্বাচনে 92টি আসনের মধ্যে একটি দান্তা ৷

আরও পড়ুন:শুরু গুজরাত বিধানসভার শেষ দফার ভোট, চোখ রাখুন আপডেটে

পুরো ঘটনায় বনসকান্ত জেলার কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি এবং ইনচার্জ জিগ্নেশ মেভানি টুইটে অভিযোগ করেছেন, ‘‘বিজেপি বনসকান্ত জেলার দান্তা বিধানসভায় হেরে যাওয়ার ভয়ে ভোটের একরাত আগে দুষ্কৃতীদের দিয়ে কান্তিভাই খারাদির উপরে হামলা চালিয়েছে ৷ এভাবেই কি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ?’’

Last Updated : Dec 5, 2022, 10:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details