নয়াদিল্লি, 5 ডিসেম্বর: আজ গুজরাত বিধানসভার দ্বিতীয় তথা অন্তিম দফার নির্বাচন ৷ তার আগে গুজরাতের দান্তা বিধানসভার (Danta Assembly) বিদায়ী বিধায়ক তথা কংগ্রেসের প্রার্থী কান্তিভাই খারাদিকে মারধরের অভিযোগ উঠেছে (Congress Candidate Brutally Attacked by BJP Goons) ৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস প্রার্থীকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ করেছেন স্বয়ং রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ পাশাপাশি, ঘটনার পর থেকে তিনি নিখোঁজ বলেও জানিয়েছেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি ৷ এ নিয়ে একটি টুইট করেছেন রাহুল গান্ধি ৷
টুইটে তিনি লেখেন, ‘‘কংগ্রেসের আদিবাসী নেতা এবং দান্তা বিধানসভার প্রার্থী কান্তিভাই খারাদি (Kantibhai Kharadi)-কে বাজেভাবে মারধর করেছে বিজেপির গুন্ডারা ৷ বর্তমানে তিনি নিখোঁজ ৷’’ পুরো ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল ৷ তিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের তরফে আগেই আধাসেনা মোতায়েন করার দাবি জানানো হয়েছিল ৷ কিন্তু, নির্বাচন কমিশন এখনও ঘুমিয়ে রয়েছে বলে অভিযোগ সাংসদের ৷