আমেদাবাদ (গুজরাত), 20 সেপ্টেম্বর:9 হাজার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল দ্য ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স (Directorate of Revenue Intelligence) বা ডিআরআই (DRI) ৷ সূত্র মারফত এই খবর জানা গিয়েছে ৷ গুজরাতের কচ্ছের মুন্দ্রা বন্দর থেকে এই হেরোইনের কন্টেনারগুলি উদ্ধার হয়েছে বলে খবর ৷
আরও পড়ুন :Heroin Seized : গুজরাত উপকূলে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, বাজারদর 150 থেকে 250 কোটি
ওই সূত্র জানাচ্ছে, এই ড্রাগসগুলি আনা হয়েছিল আফগানিস্তান (Afghanistan) থেকে ৷ সেগুলি এনেছে অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ার একটি সংস্থা অশি ট্রেডিং ফার্ম ৷ তারা ট্যালকম পাউডার আমদানির নামে এই হেরোইন আনছিল ৷ আফগানিস্তানের কান্দাহার থেকে হাসান হুসেন লিমিটেড নামে একটি সংস্থা ওই হেরোইন পাঠায় ৷ এই বেআইনি কারবার ধরার জন্য গত পাঁচদিন ধরে অভিযান চালিয়েছে ডিআরআই ৷