ছোটা উদেপুর, 15 ডিসেম্বর: একই পরিবারের 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল গুজরাতের একটি আদালত ৷ এর সঙ্গে 11 হাজার টাকা জরিমানাও করা হয়েছে ৷ গুজরাতের ছোটা উদেপুরের ঘটনা ৷ সেখানকার অতিরিক্ত জেলা আদালত এই কারাবাসের রায় ঘোষণা করেছে ৷ এমন সাজার রায় এখানে প্রথম ৷
এর সূত্রপাত ছোটা উদেপুর জেলার শঙ্খেরা তালুকার রায়পুর গ্রামে ৷ 2018 সালের 16 জুন ৷ ক্ষেতের কাজকর্ম নিয়ে বিনোদ ভাই বারিয়া এবং ছগন বারিয়ার ঝামেলা বাঁধে ৷ এরপর ছাগন বারিয়া বিনোদ ভাইয়ের উপর হামলা চালান বলে অভিযোগ ৷ তাঁর সঙ্গে ছিলেন আরও 13 জন ৷ এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন বিনোদ ভাই ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷
এই হত্যার ঘটনায় বিনোদ ভাইয়ের স্ত্রী শঙ্খেরা থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন ৷ পুলিশ সব অভিযুক্তদের গ্রেফতার করে ৷ এই মামলার শুনানি চলছিল বোরেলি জেলা দায়রা আদালতে ৷ প্রমাণের ভিত্তিতে বিচারক অন্দালিত তিওয়ারি এক পরিবারের 11 জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেন ৷ পাশাপাশি 11 হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন তিনি ৷