পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একই পরিবারের 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল গুজরাতের আদালত

Life imprisonment for 11 convict in the same family: একই পরিবারের 11 জন সদস্যের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করল গুজরাতের একটি আদালত ৷

ETV Bharat
11 জনের যাবজ্জীবন কারাদণ্ড

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 12:08 PM IST

ছোটা উদেপুর, 15 ডিসেম্বর: একই পরিবারের 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল গুজরাতের একটি আদালত ৷ এর সঙ্গে 11 হাজার টাকা জরিমানাও করা হয়েছে ৷ গুজরাতের ছোটা উদেপুরের ঘটনা ৷ সেখানকার অতিরিক্ত জেলা আদালত এই কারাবাসের রায় ঘোষণা করেছে ৷ এমন সাজার রায় এখানে প্রথম ৷

এর সূত্রপাত ছোটা উদেপুর জেলার শঙ্খেরা তালুকার রায়পুর গ্রামে ৷ 2018 সালের 16 জুন ৷ ক্ষেতের কাজকর্ম নিয়ে বিনোদ ভাই বারিয়া এবং ছগন বারিয়ার ঝামেলা বাঁধে ৷ এরপর ছাগন বারিয়া বিনোদ ভাইয়ের উপর হামলা চালান বলে অভিযোগ ৷ তাঁর সঙ্গে ছিলেন আরও 13 জন ৷ এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন বিনোদ ভাই ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

এই হত্যার ঘটনায় বিনোদ ভাইয়ের স্ত্রী শঙ্খেরা থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন ৷ পুলিশ সব অভিযুক্তদের গ্রেফতার করে ৷ এই মামলার শুনানি চলছিল বোরেলি জেলা দায়রা আদালতে ৷ প্রমাণের ভিত্তিতে বিচারক অন্দালিত তিওয়ারি এক পরিবারের 11 জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেন ৷ পাশাপাশি 11 হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন তিনি ৷

সরকারি আইনজীবী রাজেন্দ্র পারমার বলেন, "আদালতে আমার সওয়াল-জবাব গৃহীত হয়েছে ৷ ছোটা উদেপুরে এই প্রথম এ রকম কোনও ঘটনা ঘটল ৷ 11 জনকে একসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার ঘটনা আগে কখনও হয়নি ৷ বিচার চলাকালীন একজন অভিযুক্তের মৃত্যু হয়েছে ৷ আদালতের এই রায় সমাজে একটা বড় উদাহরণ ৷"

এই রায় শোনার পর মৃত বিনোদ ভাইয়ের স্ত্রী মীনাবেন বারিয়া বলেন, "2018 সালে 13 জন আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছিল ৷ আমি ন্যায়বিচারের জন্য পাঁচ বছর ধরে লড়াই করেছি ৷ শেষে আদালত আমায় সেই বিচার দিয়েছে ৷ আমি আদালতের কাছে কৃতজ্ঞ ৷ বিচারব্যবস্থার প্রতি আমার বিশ্বাস আরও বাড়ল ৷"

আরও পড়ুন:

  1. অ্যাসিড ছুড়ে হত্যা! 19 বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন সাজা দিল আদালত
  2. স্ত্রীকে পুড়িয়ে খুন ! 8 বছর পর স্বামীকে যাবজ্জীবন সাজা শোনাল আদালত
  3. সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

ABOUT THE AUTHOR

...view details