গোধরা (গুজরাত), 25 জানুয়ারি: প্রমাণের অভাবে ছাড়া পেলেন 22 জন অভিযুক্ত ৷ 2002 সালে গুজরাতে গোধরা-পরবর্তী দাঙ্গায় সংখ্যালঘু সম্প্রদায়ের 17 জনকে হত্যা করার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে ৷ মৃতদের মধ্যে 2 জন শিশু ছিল ৷ কিন্তু যথেষ্ট প্রমাণ না পাওয়ায় এই 22 জনকে বেকসুর খালাসির নির্দেশ দিল হালোল শহরের একটি আদালত (Gujarat's Panchmahal district court) ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, 2002 সালের 28 ফেব্রুয়ারি 17 জনকে মেরে ফেলা হয় ৷ প্রমাণ লোপাটের জন্য তাদের দেহ পুড়িয়ে দেয় অভিযুক্তরা ৷ মঙ্গলবার অতিরিক্ত জেলা দায়রা বিচারক হর্ষ ত্রিবেদী 22 জন অভিযুক্তকে খালাসির নির্দেশ দেন (17 people were killed in Post Godhra Riot Case) ৷
মঙ্গলবার অতিরিক্ত জেলা দায়রা বিচারক হর্ষ ত্রিবেদী 22 জন অভিযুক্তকে খালাসির নির্দেশ দেন ৷ অভিযুক্তদের আইনজীবী গোপালসিং সোলাঙ্কি জানান, মামলা চলাকালীন এই 22 জনের মধ্যে 8 জন মারা গিয়েছেন ৷ পঞ্চমহল জেলার গোধরায় দেলোল গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের 17 জন সদস্যকে হত্যার দায়ে অভিযুক্তদের বেকসুর খালাস দিয়েছে আদালত ৷ মৃতদের মধ্যে 2 জন শিশু ৷ অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মেলেনি ৷
আরও পড়ুন: গুজরাত দাঙ্গার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার 11 আবেদন বন্ধ করল সুপ্রিম কোর্ট