পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jignesh Mevani Arrested : অসম পুলিশের হাতে গ্রেফতার গুজরাতের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানি - কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানিকে গ্রেফতার

বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ গুজরাতের জালামপুর সার্কিট হাউস থেকে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশের একটি দল (Jignesh Mevani Arrested by Assam Police) ৷ তবে ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট নয় ৷

Congress MLA Jignesh Mevani
অসম পুলিশের হাতে গ্রেফতার গুজরাতের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানি

By

Published : Apr 21, 2022, 9:20 AM IST

Updated : Apr 21, 2022, 10:00 AM IST

আমেদাবাদ, 21 এপ্রিল: গুজরাতের দলিত নেতা এবং কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানিকে গ্রেফতার করল অসম পুলিশ (Gujarat Congress MLA Jignesh Mevani arrested by Assam Police) ৷ বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ গুজরাতের পালামপুর সার্কিট হাউস থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷ গ্রেফতারির পর জিগনেশকে আমেদাবাদে নিয়ে গিয়েছে পুলিশ, বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে তাঁকে অসমে নিয়ে যাওয়া হতে পারে ৷ তবে ঠিক কী কারণে এই কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল বিজেপি শাসিত অসমের পুলিশ, তা স্পষ্ট নয় ৷

তাঁর গ্রেফতারি প্রসঙ্গে জিগনেশ জানিয়েছে, গ্রেফতারের আগে পুলিশ নির্দিষ্ট কোনও কারণ তাঁকে দেখায়নি ৷ তবে তাঁর ধারণা, কোনও টুইটের কারণে তাঁকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে ৷ জিগনেশ মেভানি বরাবর বিজেপি বিরোধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক বলেই পরিচিত ৷ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে টুইটও করেন তিনি ৷ তাঁকে গ্রেফতার করা হলেও তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই কংগ্রেস বিধায়ক ৷

আরও পড়ুন : ক্ষমা চেয়ে পানমশলার বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, দান করবেন প্রাপ্ত টাকা

জিগনেশের গ্রেফতারির প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস ৷ গুজরাতের প্রদেশ কংগ্রেস সভাপতি জগদীশ থাকরের অভিযোগ, আরএসএস এর বিরুদ্ধে টুইট করেছিলেন জিগনেশ মেভানি, সে কারণেই তাঁকে গ্রেফতার করে হয়েছে ৷ এভাবে ভয় দেখিয়ে ও মিথ্যা মামলা দিয়ে বিজেপি প্রতিবাদ বন্ধ করতে চাইছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ জিগনেশের গ্রেফতারির প্রতিবাদ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর, জেএনইউ এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমারও ৷ ৷

Last Updated : Apr 21, 2022, 10:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details