নয়াদিল্লি, 31 অক্টোবর: গুজরাতের মোরবি সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Disaster) পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to visit Morbi)৷ আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার সেখানে যাবেন তিনি (PM Modi to visit Morbi)৷ রবিবার সন্ধেয় মোরবি জেলার মাচ্ছু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ চলছে উদ্ধারকাজ ৷
এর আগে, আজ প্রধানমন্ত্রী মোদি গুজরাতের মোরবি জেলায় মাচ্ছু নদীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ৷ তিনি বলেন, "দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি । শোকের এই মুহূর্তে সরকার প্রতিটি মুহূর্তে শোকাহত পরিবারগুলির পাশে রয়েছে । গুজরাত সরকার গতকাল থেকে ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে । কেন্দ্রও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । রাজ্য সরকারকে সমস্ত সাহায্য করা হচ্ছে ৷" কেভাদিয়ার একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের 147তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷