পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat Bridge Collapse: গুজরাতে সেতু বিপর্যয়ের শিকার পূর্বস্থলীর হাবিবুল, ‘স্বপ্ন শেষ’ পরিবারের! - মোরবি ব্রিজ দুর্ঘটনা

গুজরাতে ব্রিজ বিপর্যয়ে (Gujarat Bridge Collapse) প্রাণ হারিয়েছেন বাংলার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর হাবিবুল শেখ ৷ আর তাঁর এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অন্ধকার (Habibul Sheikh Death Shatters Many Dreams) ৷ বৃদ্ধ বাবা-মার একমাত্র ভরসা ছিলেন বছর 18’র হাবিবুল শেখ ৷

Gujarat Bridge Collapse Habibul Sheikh Death Shatters Many Dreams of His Family
Gujarat Bridge Collapse Habibul Sheikh Death Shatters Many Dreams of His Family

By

Published : Oct 31, 2022, 5:39 PM IST

পূর্বস্থলী, 31 অক্টোবর: গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের শিকার এ রাজ্যের এক কিশোর ৷ কাজ থেকে ফেরার সময় রবিবার মোরবিতে মাচ্ছু নদীর ব্রিজ ভেঙে (Morbi Disaster) মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বছর আঠারোর হাবিবুল শেখের (Gujarat Bridge Collapse) ৷ ছেলের শোকে মর্মাহত হাবিবুলের পরিবার ৷ তাঁর বাবা মহিবুল শেখ চোখের জল মুছতে মুছতে জানালেন, হাবিবুলের মৃত্যু তাঁদের অনেক স্বপ্নকে তছনছ করে দিয়েছে (Habibul Sheikh Death Shatters Many Dreams) ৷

পরিবারে আর্থিক অনটনের কারণে মাধ্যমিক পাশ করার পর হাবিবুল শেখ আর পড়াশোনা করেননি ৷ 10 মাস আগে গুজরাতে কাকার কাছে চলে যায় সোনার কাজ শিখতে ৷ সেখানে থেকে সোনার কাজ শিখে উপার্জনও করছিল হাবিবুল ৷ কিন্তু, রবিবার সন্ধ্যেয় মোরবির মাচ্ছু নদীর (Machchhu River) উপরে ব্রিজ দুর্ঘটনায় তাঁর প্রাণ গিয়েছে ৷ সেই শোকে ব্যাকুল হাবিবুলের বাবা মহিবুল শেখ ৷ তিনি বলেন, "আমার ছেলে গুজরাতে অর্থ উপার্জন করতে গিয়েছিল ৷ আমরা ছেলের উপার্জনে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম ৷ কিন্তু, রবিবার রাতে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছানোর পরেই সব স্বপ্ন এক মুহূর্তে তছনছ হয়ে গেল ৷"

আরও পড়ুন:গুজরাতে ব্রিজ ভেঙে মৃত্যু বর্ধমানের যুবকের

শোনা যাচ্ছে রাজ্য সরকার হাবিবুলের দেহ গুজরাত থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে নিয়ে আসার ব্যবস্থা করছে ৷ মঙ্গলবার তাঁর দেহ গ্রামের বাড়িতে আনা হতে পারে ৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, স্থানীয় পুলিশ প্রশাসন মৃত হাবিবুলের বাড়িতে গিয়েছে ৷ পুলিশ আধিকারিকরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন ৷ রাজ্য সরকার মৃতের পরিবারকে সবরকম সহযোগিতা করবে বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র ৷

ABOUT THE AUTHOR

...view details