পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Visits Morbi: মোরবির হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি, গেলেন এসপি অফিসে

হাসপাতালে (Morbi hospital) গিয়ে মোরবির সেতু দুর্ঘটনায় (Gujarat Bridge collapse) আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Visits Morbi)৷ এরপর তিনি যান মোরবির পুলিশ সুপারের অফিসে ৷

Gujarat Bridge collapse: After meeting survivors at Morbi hospital, PM Modi reaches SP office
মোরবির হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন মোদি, গেলেন এসপি-র অফিসে

By

Published : Nov 1, 2022, 5:56 PM IST

মোরবি (গুজরাত), 1 নভেম্বর: গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়স্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Visits Morbi)৷ মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে দেখা করলেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে ৷ এ ছাড়াও উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Gujarat Bridge collapse) ৷

রবিবার গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 135 জনের ৷ এখনও নিখোঁজ অনেকে ৷ মাচ্ছু নদীতে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান । আজ সেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সিভিল হাসপাতালে (Morbi hospital) গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি ৷ এরপর মোরবির পুলিশ সুপারের অফিসে যান তিনি (PM Modi visits Morbi bridge collapse site)৷

সোমবারই প্রধানমন্ত্রী গান্ধিনগরের রাজভবনে মোরবি পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ-পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন ৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, নমোকে দুর্ঘটনার পর থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে জানানো হয় । ট্র্যাজেডি সম্পর্কিত সব দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । ক্ষতিগ্রস্তরা যাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা পান, তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী ৷ ওই বৈঠকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি, গুজরাতের মুখ্যসচিব এবং ডিজিপি-সহ রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ এবং গুজরাত রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে, উদ্ধার ও ত্রাণ কাজে কোনও শিথিলতা যেন না থাকে ৷

আরও পড়ুন:সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা, কিন্ত কেন ? উত্তর অজানা মোরবি প্রশাসনের

গুজরাত সরকার সেতু ধসের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে । মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় ওরেভার কর্মকর্তা, ব্রিজ সংস্কারকারী সংস্থা, টিকিট বিক্রেতা এবং নিরাপত্তাকর্মী-সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details