পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Teesta Setalvad : গুজরাত এটিএস থেকে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের হাতে তিস্তা শেতলওয়াড় - Zakia Jafri

তিস্তা শেতলওয়াড়কে শনিবার আটক করেছিল গুজরাত পুলিশ ৷ আজ সকালে তাঁকে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিল গুজরাত এটিএস ৷ তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয় (Teesta Setalvad) ৷

Teesta Setalvad in Ahmedabad
তিস্তা শেতলওয়াড়

By

Published : Jun 26, 2022, 1:40 PM IST

Updated : Jun 26, 2022, 2:25 PM IST

আমেদাবাদ, 26 জুন : তিস্তা শেতলওয়াড়কে আমেদাবাদ অপরাধ দমন শাখার হাতে তুলে দিল অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড ৷ সমাজকর্মীর বিরুদ্ধে নতুন করে জালিয়াতি, অপরাধমূলক চক্রান্ত এবং বিচার ব্যবস্থাকে অপমান করার অভিযোগ আনা হয়েছে (Gujarat ATS hands over Teesta Setalvad to Ahmedabad crime branch) ৷

গুজরাতে গুলবার্গ হত্যাকাণ্ডে সিটের তদন্তে মোদিকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার এই রায় ঘোষণার পরপরই শনিবার বিকেলে তিস্তা শেতলওয়াড়কে আটক করে গুজরাট এটিএস ৷ অপরাধ দমন শাখার আধিকারিক ডি বি প্রসাদ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ সূত্রে জানা গিয়েছে, তাঁকে খুব শিগগিরি গ্রেফতার করা হতে পারে ৷

শনিবার তিস্তাকে মুম্বইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে গুজরাত পুলিশ তাঁকে সড়কপথে আমেদাবাদে নিয়ে আসে ৷ শেতলওয়াড় একটি এনজিও সংস্থার সচিব ৷ তাঁর বিরুদ্ধে ভুল তথ্য ও নথি তৈরির ষড়যন্ত্র, সাক্ষীদের প্রভাবিত করা এবং ভুয়ো প্রমাণ দিয়ে আইনি পদ্ধতির অবমাননা-সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল ৷

আরও পড়ুন : গুলবার্গ হত্যাকাণ্ডে ফের ক্লিনচিট মোদিকে, জাকিয়া জাফরির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

2002-এ হওয়া গুজরাত সংঘর্ষে গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে পুড়ে মারা যান কংগ্রেস সাংসদ এহসান জাফরি ৷ এর আগের দিন 27 ফেব্রুয়ারি গুজরাতের গোধরা রেল স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷ জীবন্ত পুড়ে মারা যান 59 জন তীর্থযাত্রী ৷ এরপরই রাজ্যজুড়ে সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়ে ৷ গুলবার্গ সোসাইটিতে বহু মানুষকে জ্বালিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ৷ এর তদন্তে সুপ্রিম কোর্ট সিট গঠন করে ৷ বিচারপতি নানাবতী-শাহ কমিশন অনুসন্ধান চালায় (Justice Nanavati-Shah Commission of Inquiry) ৷ এই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ ওঠে তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ 64 জনের বিরুদ্ধে ৷

সিট তদন্তে ক্লিন চিট দেয় নরেন্দ্র মোদিকে ৷ এই তদন্ত মেনে নিতে পারেননি এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি ৷ তিনি গুজরাত হাইকোর্টে সিট-এর তদন্তের বিরুদ্ধে পুনর্তদন্তের আবেদন জানান ৷ রাজ্যের সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেয় ৷ এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ শুক্রবার তাঁর শেষ আশার আলোও কার্যত নিভে যায় ৷ বিচারপতি এ এম খানউইলকারের নেতৃত্বে গঠিত বেঞ্চ বৃদ্ধা জাকিয়ার আবেদন খারিজ করে দেয় এবং তার কোনও যথার্থতা নেই বলে জানিয়ে দেয় ৷

এরপরই আসরে নামে গুজরাত এটিএস ৷ গুজরাত সংঘর্ষ নিয়ে মামলার সময় জাকিয়ার পাশে ছিলেন সমাজকর্মী শেতলওয়াড় ৷ তিনি ছাড়াও দু'জন প্রাক্তন আইপিএস আধিকারিক আর বি শ্রীকুমার এবং সঞ্জীব ভাটের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে ৷ ডিজিপি শ্রীকুমারকে গ্রেফতার করা হয়েছে ৷ সঞ্জীব ভাট আজীবন কারাদণ্ডে দণ্ডিত ৷ তিনি এখন জেলে ৷

আরও পড়ুন : মোদিকে ক্লিনচিটের পরদিনই গ্রেফতার সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়

Last Updated : Jun 26, 2022, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details