আমেদাবাদ, 20 অক্টোবর: ভারতে বসে পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল ৷ তাকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশের এটিএস ৷ গুজরাতের আনন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷ তবে এই নিয়ে গুজরাত এটিএস কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি ৷ তাদের তরফে শুধু জানানো হয়েছে যে এই নিয়ে তদন্ত চলছে ৷ পরে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে ৷
তবে এটিএসের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ওই ব্যক্তি ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর পরিবারের সদস্যদের মোবাইল ফোন হ্যাক করত ৷ তার পর সেখান থেকে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত ৷ সেই তথ্য ওই ব্যক্তি পাকিস্তানের সেনাবাহিনীকে দিয়ে দিত ৷ শুধু পাকিস্তানের সেনা নয়, একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গেও তার যোগাযোগ ছিল ৷ সেখানেও সে তথ্য পাঠাত ৷
গুজরাতের এটিএস বা অ্যান্টি টেররিজম স্কোয়াডের সূত্র থেকে আরও জানা গিয়েছে যে বেশ কিছুদিন আগেই ওই ব্যক্তির খবর তাদের কাছে আসে ৷ তারা এই নিয়ে তদন্ত শুরু করে ৷ তার পর ওই ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে এটিএস ৷ এর পর ওই ব্যক্তির উপর নজরদারি শুরু হয় ৷ শেষে প্রাথমিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় ৷