গান্ধিনগর, 4 ডিসেম্বর: সোমবার অনুষ্ঠিত হতে চলেছে গুজরাত বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ পর্ব (second phase of Gujarat Assembly Election) ৷ 93টি আসনের ভোট হবে এদিন ৷ 182 আসনের বাকি আসনগুলিতে 1 ডিসেম্বর ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় ৷ দ্বিতীয় দফার এই ভোটে 833 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ৷ এবার গুজরাতের বিধানসভা নির্বাচনে বিজেপি, কংগ্রেস ও আপের মধ্যে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে ৷
যে 93টি আসনে সোমবার ভোট হবে তার মধ্যে উত্তর গুজরাতে 32টি ও মধ্য গুজরাতে 61টি আসন রয়েছে ৷ আগামী 8 ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচনের ভোট গণনা হওয়ার কথা (Gujarat Assembly Election 2022) ৷