পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Prosecute BBC: বিবিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক সরকার, গুজরাত বিধানসভায় পাশ প্রস্তাব - গোধরা কাণ্ড

2002 সালের গুজরাত দাঙ্গা এবং তাতে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে তদন্তমূলক দু'পর্বের তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি ৷ যার প্রদর্শন নিষিদ্ধ ভারতে ৷ এবার এই সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠিন ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানাল গুজরাত বিধানসভা (Gujarat Assembly passes resolution over BBC) ৷

BBC Modi Documentary
বিবিসির তৈরি তথ্যচিত্র

By

Published : Mar 11, 2023, 9:35 AM IST

গান্ধিগনর, 11 মার্চ: বিবিসি ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমান করেছে ৷ 2002 সালের গুজরাত দাঙ্গার উপর তৈরি তথ্যচিত্রটি বিতর্কিত ৷ বিশ্বে এর প্রদর্শন করেছে বিবিসি এবং এভাবেই দেশ তথা প্রধানমন্ত্রীকে ছোট করেছে তারা ৷ তাই কেন্দ্রীয় সরকার এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক ৷ শুক্রবার এই মর্মে একটি বেসরকারি প্রস্তাব পাশ হল করল গুজরাত বিধানসভায় ৷ এই সময় অবশ্য কংগ্রেস সদস্যরা বিধানসভায় উপস্থিত ছিলেন না ৷

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ মন্ত্রিসভার সব সদস্য, বিজেপি বিধায়কেরা মিলে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন ৷ কংগ্রেস বিধায়কদের অনুপস্থিতিতেই তা ধ্বনি ভোটে পাশ হয় ৷ এর আগের দিন বিরোধী কংগ্রেস বিধায়কদের বহিষ্কার করা হয়েছে ৷ বিজেপি বিধায়ক বিপুল প্যাটেল বিবিসির তথ্যচিত্র নিয়ে একটি ব্যক্তিগত প্রস্তাব (private motion) আনেন ৷

এই প্রস্তাব প্রসঙ্গে বিজেপি বিধায়ক মণীষা ওয়াকিল জানান, বিবিসির এই তথ্যচিত্রের মাধ্যমে বেশ কয়েকটি এনজিও গুজরাত এবং ভারতকে কলঙ্কিত করেছে ৷ 2002 সালের গুজরাত দাঙ্গা নিয়ে সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে ৷ সেই সময় বিশেষ তদন্তকারী দল (SIT, Special Investigation Team) গঠিত হয়েছিল ৷ তারা রাজ্য সরকারকে ক্লিন চিট দিয়েছে ৷

আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসি'র তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করল জেএনইউ

2002 সালের ফেব্রুয়ারিতে গোধরা স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে ৷ তাতে 59 জন করসেবকের পুড়ে মৃত্যু হয় ৷ এরপর জ্বলে ওঠে পুরো গুজরাত ৷ তিন দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ নেয় ৷ আর সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বহু মানুষ প্রাণ হারান ৷ বিবিসির 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' তথ্যচিত্রটি এই ঘটনার উপর তৈরি ৷ এতে বিতর্ক ছড়িয়ে পড়েছে দেশে ৷

তথ্যচিত্রটির প্রথম পর্বটি 17 জানুয়ারি সম্প্রচারিত হয় ৷ দ্বিতীয় পর্ব 24 জানুয়ারি ৷ দু'টি পর্বের প্রদর্শনই ভারতে নিষিদ্ধ করা হয়েছে ৷ গুজরাত বিধানসভায় বিজেপি বিধায়ক অমিত ঠাকর প্রশ্ন তোলেন, 20 বছর আগের বিষয়টি নিয়ে ফের আগুন জ্বালানোর কী প্রয়োজন ? তাঁর দাবি, মানুষ এসব ভুলে গিয়েছে ৷ এটা ভারতের উন্নয়নের গতি স্তব্ধ করে দেওয়ার একটা আন্তর্জাতিক চক্রান্ত ৷

তিনি করসেবকদের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "করসেবকেরা অযোধ্যা থেকে ফিরছিলেন ৷ শুধুমাত্র S6 এবং S7 কোচ দু'টিতেই পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছিল ৷ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে ছুটে যান ৷ তাঁরা দেখেন শিশু থেকে শুরু করে মহিলারাও রেহাই পায়নি ৷ তাঁরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন ৷" গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি বিধানসভায় একটি বিবৃতিতে জানান, বিবিসি এমন একজন নেতার বিরুদ্ধে এই মিথ্যে তথ্যচিত্রটি প্রকাশ করেছে, যিনি সংকটের সময়ে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের নিন্দা দিল্লির

ABOUT THE AUTHOR

...view details