পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat Assembly Elections: গুজরাত বিধানসভা নির্বাচনে বড় ভূমিকা নেবে যে 10 বিষয় - নির্বাচন কমিশন

গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections) নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)৷ এই রাজ্যের আসন্ন নির্বাচনে 10টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে (Top 10 issues in Gujarat Assembly elections)৷

Gujarat Assembly elections: Top 10 issues in this polls
গুজরাত বিধানসভা নির্বাচনে বড় ভূমিকা নেবে যে 10 বিষয়

By

Published : Nov 3, 2022, 4:04 PM IST

আহমেদাবাদ, 3 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections) দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)৷ বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, দু দফায় হবে নির্বাচন ৷ প্রথম দফার ভোটগ্রহণ হবে 1 ডিসেম্বর এবং দ্বিতীয় দফা 5 ডিসেম্বর ৷ ভোটগণনা হবে 8 ডিসেম্বর ৷ এ বার 182-সদস্যের গুজরাত বিধানসভা নির্বাচনে 10টি বিষয় (Top 10 issues in Gujarat Assembly elections) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে...

1. নরেন্দ্র মোদি: এখানে বিজেপির তুরুপের তাস হলেন প্রধানমন্ত্রী ৷ যিনি 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন । তিনি সেই চেয়ার ছেড়ে যাওয়ার পর আট বছর হয়ে গিয়েছে ৷ কিন্তু তাঁর নিজের রাজ্যে অনুগামীদের উপর তাঁর আধিপত্য এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন যে, নরেন্দ্র মোদি (Narendra Modi) আসন্ন নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছেন ৷

2. বিলকিস বানো মামলার দোষীদের সাজা মকুব: গুজরাতকে সঙ্ঘ পরিবারের হিন্দুত্ব গবেষণাগার হিসাবে মনে করা হয় । বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্তদের সাজা মকুবের প্রভাব সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভিন্নভাবে পড়বে । মুসলিমরা বিলকিস বানোর জন্য ন্যায়বিচার দাবি করছেন, যেখানে হিন্দুদের একটি অংশ বিষয়টি উপেক্ষা করতে চাইছে ।

3. প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ:1998 সাল থেকে বিজেপির 24 বছরের শাসন সমাজের বিভিন্ন অংশে অসন্তোষের জন্ম দিয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের । রাজনৈতিক পর্যবেক্ষক হরি দেশাই বলেছেন, জনগণের বিশ্বাস, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং জীবনের মৌলিক সমস্যাগুলি বিজেপি শাসনের এত বছর পরেও অমীমাংসিত রয়ে গিয়েছে ৷

4. মোরবি সেতু বিপর্যয়: 30 অক্টোবর মোরবিতে সেতু ধসে 135 জনের প্রাণহানির ঘটনায় প্রশাসন এবং ধনী ব্যবসায়ীদের মধ্যে গোপন আঁতাতের অভিযোগ সামনে এসেছে । পরবর্তী সরকার নির্বাচন করতে ভোট দেওয়ার সময় এই বিষয়টি জনগণের মনে প্রাধান্য পাবে ।

5. সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও স্থগিত হওয়া: ঘন ঘন প্রশ্নপত্র ফাঁস এবং সরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায়, সরকারি চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা যুব সম্প্রদায়ের মন ভেঙে যাচ্ছে ৷ যার ফলে তাঁদের মধ্যে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ৷

আরও পড়ুন:Gujarat Assembly Poll: গুজরাতে বিধানসভা ভোট দু'দফায়, শুরু 1 ডিসেম্বর

6. রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব: প্রত্যন্ত গ্রামীণ এলাকায় স্কুল নির্মাণ করা হলে শিক্ষকের অভাব দেখা দেয় । আর শিক্ষক নিয়োগ হলে শ্রেণিকক্ষের অভাব শিক্ষাকে প্রভাবিত করে । প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসকের অভাবও গ্রামীণ জনপদে স্বাস্থ্য পরিষেবাকে বিরূপভাবে প্রভাবিত করে ।

7. কৃষকের সমস্যা: গত দুই বছরে অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের ক্ষতির জন্য কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় কৃষকরা আন্দোলন করছে ।

8. খারাপ রাস্তা: গুজরাত আগে ভালো রাস্তার জন্য পরিচিত ছিল । তবে, গত পাঁচ-ছয় বছরে রাজ্য সরকার এবং পৌরনিগমগুলি ভালো রাস্তা তৈরি করতে বা পুরনো রাস্তাগুলি রক্ষণাবেক্ষণ করতে পারেনি । রাজ্যের সর্বত্র গর্তে জমে থাকা রাস্তা দুর্ভোগ বাড়াচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের ।

9. উচ্চ বিদ্যুতের হার: দেশের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের শুল্ক নেওয়া হয় গুজরাতে । লোকেরা আম আদমি পার্টি এবং কংগ্রেসের কাছ থেকে প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্যে দেওয়ার প্রস্তাবের অপেক্ষায় রয়েছে । সাদার্ন গুজরাত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্প্রতি বাণিজ্যিক বিদ্যুতের শুল্ক কমানোর দাবি করেছে ৷ তারা বলেছে যে, তাদের প্রতি ইউনিটের জন্য 7.50 টাকা দিতে হবে, যেখানে মহারাষ্ট্র এবং তেলাঙ্গানায় তাদের শিল্পের জন্য প্রতি ইউনিটে 4 টাকা দিতে হয় ।

10. জমি অধিগ্রহণ: যে কৃষক ও জমির মালিকদের জমি বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হচ্ছে, তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে । কৃষকরা আহমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে হাই-স্পিড বুলেট ট্রেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন । তাঁরা ভাদোদরা এবং মুম্বইয়ের মধ্যে এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণেরও বিরোধিতা করেছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details