আহমেদাবাদ, 16 নভেম্বর: গুজরাতে (Gujarat Assembly Elections) সুরাত পূর্ব বিধানসভা আসন থেকে প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নিল আম আদমি পার্টি (AAP candidate)৷ আপের অভিযোগ, বিজেপির নির্দেশে ওই প্রার্থীকে অপহরণ করা হয়েছিল এবং মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল ৷ যদিও সে রাজ্যের শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে ।
দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) জানান, তাঁদের সুরাত আসনের প্রার্থী কাঞ্চন জারিওয়ালা মঙ্গলবার থেকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিখোঁজ ছিলেন । সিসোদিয়ার অভিযোগ, "এই নির্বাচনে, বিজেপি গুজরাতে শোচনীয়ভাবে হেরেছে এবং এতটাই বিচলিত হয়ে পড়েছে যে তারা সুরাত পূর্ব থেকে আমাদের প্রার্থীকে অপহরণ করার পর্যায়ে নেমে গিয়েছে ৷ পরাজয়ের ভয়ে, বিজেপির গুন্ডারা সুরাত থেকে আপ প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকে অপহরণ করেছে ৷" বিজেপি এই আসন থেকে তাদের বর্তমান বিধায়ক অরবিন্দ রাণাকে প্রার্থী করেছে ।
182-সদস্যের গুজরাত বিধানসভার জন্য নির্বাচন দুটি দফায় 1 এবং 5 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৷ 8 ডিসেম্বর হবে ভোট গণনা ৷