পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat Assembly Elections: অপহরণ করে চাপ বিজেপির, গুজরাতে মনোনয়ন প্রত্যাহার আপ প্রার্থীর: সিসোদিয়া - প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

গুজরাতে (Gujarat Assembly Elections) সুরাত পূর্ব বিধানসভা আসন থেকে আম আদমি পার্টির (AAP candidate) প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিল ৷ মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) অভিযোগ, বিজেপি ওই প্রার্থীকে অপহরণ করে তাঁকে মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হয়েছিল ৷

Gujarat Assembly Elections: BJP has kidnapped AAP candidate, alleges Manish Sisodia
অপহরণ করে চাপ বিজেপির, গুজরাতে মনোনয়ন প্রত্যাহার আপ প্রার্থীর: সিসোদিয়া

By

Published : Nov 16, 2022, 3:38 PM IST

আহমেদাবাদ, 16 নভেম্বর: গুজরাতে (Gujarat Assembly Elections) সুরাত পূর্ব বিধানসভা আসন থেকে প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নিল আম আদমি পার্টি (AAP candidate)৷ আপের অভিযোগ, বিজেপির নির্দেশে ওই প্রার্থীকে অপহরণ করা হয়েছিল এবং মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল ৷ যদিও সে রাজ্যের শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে ।

দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) জানান, তাঁদের সুরাত আসনের প্রার্থী কাঞ্চন জারিওয়ালা মঙ্গলবার থেকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিখোঁজ ছিলেন । সিসোদিয়ার অভিযোগ, "এই নির্বাচনে, বিজেপি গুজরাতে শোচনীয়ভাবে হেরেছে এবং এতটাই বিচলিত হয়ে পড়েছে যে তারা সুরাত পূর্ব থেকে আমাদের প্রার্থীকে অপহরণ করার পর্যায়ে নেমে গিয়েছে ৷ পরাজয়ের ভয়ে, বিজেপির গুন্ডারা সুরাত থেকে আপ প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকে অপহরণ করেছে ৷" বিজেপি এই আসন থেকে তাদের বর্তমান বিধায়ক অরবিন্দ রাণাকে প্রার্থী করেছে ।

182-সদস্যের গুজরাত বিধানসভার জন্য নির্বাচন দুটি দফায় 1 এবং 5 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৷ 8 ডিসেম্বর হবে ভোট গণনা ৷

আরও পড়ুন:গুজরাতের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা নিয়ে শাহকে আক্রমণ অভিষেকের

আপের রাজ্য সভাপতি গোপাল ইতালিয়া দাবি করেছেন যে, তাঁদের সুরাত পূর্বের প্রার্থী কাঞ্চন জারিওয়ালা বুধবার যখন রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যান, তখন ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল ও 'বিজেপির গুন্ডা'রা তাঁকে ঘিরে রেখেছিলেন ৷ এ বিষয়ে সংবাদমাধ্যম জারিওয়ালাকে প্রশ্ন করলে, আশপাশের লোকজন তাড়াহুড়ো করে তাঁদের তাড়িয়ে দেন । ইতালিয়া অভিযোগ করেছেন যে, জারিওয়ালা নিখোঁজ হয়েছেন এবং বিজেপির গুন্ডারা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তাঁকে নির্বাচন থেকে দূরে থাকার জন্য চাপ দিয়েছিল ।

সিসোদিয়া বলেছেন, ''এটা শুধু আমাদের প্রার্থীকে অপহরণ নয়, গণতন্ত্রকে অপহরণ । এটি গুজরাতের একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি ৷'' তিনি নির্বাচন কমিশনের কাছে এটি বিবেচনা করার আবেদন জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details