পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat Assembly Election: সুরাতে নির্বাচনী সভায় আপ-বিজেপি সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর - Vehicle Vandalism

সুরাতের সরথানা এলাকায় বিজেপি ও আপের মধ্যে সংঘর্ষ (Stone Pelting and Vehicle Vandalism by AAP and BJP) ৷ দু’পক্ষের সংঘর্ষে একে অপরকে পাথর ছোড়ার অভিযোগ ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ পাশাপাশি, একাধিক গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে (Gujarat Assembly Election) ৷

Gujarat Assembly Election Stone Pelting and Vehicle Vandalism Between AAP and BJP in Surat
Gujarat Assembly Election Stone Pelting and Vehicle Vandalism Between AAP and BJP in Surat

By

Published : Nov 20, 2022, 10:47 AM IST

সুরাত, 20 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনকে (Gujarat Assembly Election) ঘিরে উত্তপ্ত সুরাতের সরথানা এলাকা ৷ নির্বাচনী প্রচার সভা চলাকালীন আপ ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক মারামারির অভিযোগ উঠেছে শনিবার রাতে। এই ঘটনায় দু’পক্ষের বিরুদ্ধে ইটবৃষ্টি ও আশেপাশের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে (Stone Pelting and Vehicle Vandalism by AAP and BJP) ৷ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন ৷

জানা গিয়েছে, সারথানা এলাকার কিরণচকে আম আদমি পার্টির সভা চলাকালীন চেয়ার ছোড়া হয় ৷ যে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরেই আপের সভা থেকে কাছেই থাকা বিজেপির পার্টি অফিসে পাথর ছোড়া হয় ৷ অভিযোগ সভা শেষ হওয়ার পর বিজেপির পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় আপের কর্মী সমর্থকরা ৷ তার পরেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, একে অন্যকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে আপ ও বিজেপি কর্মীরা ৷ যে ঘটনায় এক বিজেপি নেতার মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন:গুজরাতে আপ ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ, ইটিভি ভারত-কে জানালেন কেজরিওয়াল

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দু’পক্ষ ৷ তবে, শুধু আপ ও বিজেপি কর্মীরা নন ৷ পথচলতি সাধারণ মানুষও এই মারপিটের শিকার হন ৷ বেশ কয়েকজন পথচারী পাথর লেগে আহত হয়েছেন বলে খবর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায়, স্থানীয় পুলিশ ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ৷ পুলিশ ও আধাসেনা ঘটনাস্থলে পৌঁছাতেই দু’পক্ষের লোকজন সেখান থেকে পালিয়ে যায় ৷ তবে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় রাতভর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details