পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat Assembly Election Result 2022: উত্তর গুজরাতের শক্তঘাঁটিতেও গেরুয়া ঝড়ে ধরাশায়ী কংগ্রেস - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুজরাতে গেরুয়া ঝড় ৷ 80 শতাংশ আসনে জয়ী বিজেপি (BJP) ৷ এতদিন উত্তর গুজরাতকে কংগ্রেসের (Congress) শক্তঘাঁটি হিসেবে ধরা হত ৷ সেখানেও এবার ধরাশায়ী রাহুল গান্ধির (Rahul Gandhi) দল ৷ লিখেছেন ইটিভি ভারতের প্রবীণ কুমার কে ৷

Gujarat Assembly Election Result 2022 north-gujarat-a-region-of-congress-hope-swings-the-bjp-way
Gujarat Assembly Election Result 2022: উত্তর গুজরাতের শক্তঘাঁটিতেও গেরুয়া ঝড়ে ধরাশায়ী কংগ্রেস

By

Published : Dec 8, 2022, 4:53 PM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর: জাঠদের বিরোধিতা উড়িয়ে দিয়ে উত্তর গুজরাতে (North Gujarat) পদ্ম ফোটাতে সক্ষম হল বিজেপি (BJP) ৷ এমনকী, ওই এলাকায় কংগ্রেসের (Congress) শক্তঘাঁটি হিসেবে পরিচিত আরাবলি ও বনসকাঁথা জেলাতেও ভালো ফল করেছে গেরুয়া শিবির ৷ উত্তর গুজরাতের একটা বড় অংশে চৌধুরী সম্প্রদায়ের (Choudhary Community) বাস ৷ ওই জাঠরা একটা সময় পর্যন্ত বিজেপির পক্ষেই ছিলেন ৷ কিন্তু তাদের নেতা বিপুল চৌধুরী গ্রেফতার হওয়ার পর থেকে বিজেপির প্রতি সেখানে ক্ষোভ বাড়তে শুরু করে ৷ যদিও এবারের ভোটে সেই ক্ষোভের প্রভাব যে পড়েনি, তা ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷

গেরুয়া শিবির সূত্রে খবর, এই জয় হাসিল করতে বিজেপি তাদের পক্ষে টেনে নিয়েছিল শংকর চৌধুরীকে ৷ তিনিও ওই সম্প্রদায়ের ৷ কিন্তু বিপুলের বিরোধী গোষ্ঠী ৷ বিপুল ও শংকরের দুধের ব্যবসা রয়েছে ৷ সেই ব্যবসা নিয়েও দু’জনের মধ্যে রেষারেষি রয়েছে ৷ তাছাড়া উত্তর গুজরাতে বিজেপির এই সাফল্য কংগ্রেসের ভোটব্যাংকের অঙ্ককেও ভুল প্রমাণ করে দিয়েছে ৷ গ্রামীণ গুজরাতে ক্ষত্রিয়, ওবিসি, আদিবাসী ও মুসলিম ভোটব্যাংক তাদের দিকেই থাকবে বলে মনে করেছিল কংগ্রেস ৷ কিন্তু আদতে তা হয়নি ৷

একই সঙ্গে ওই অঞ্চলে আম আদমি পার্টিও (AAP) একটা ফ্যাক্টর হয়েছে ৷ সেখানে আরবুদা সেনার সঙ্গে হাত মিলিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল ৷ ওই সেনার চৌধুরীদের মধ্যে প্রভাব ভালো ৷ কিন্তু সেই প্রভাব কাজে লাগিয়ে আপ কংগ্রেসের ভোটই পেয়েছে ৷ ফলে বিজেপির জয়ের পথ সুগম হয়েছে ৷

উত্তর গুজরাতে 32টি আসন ৷ এবার 24টিতে জিতেছে বিজেপি ৷ 2017 সালে এই অঞ্চল থেকে 14টি আসন পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দল ৷ কংগ্রেস পেয়েছে 6টি আসন ৷ 2017 সালে তারা পেয়েছিল এর দ্বিগুন আসন ৷ একটিতে আপ ও বিজেপির কড়া টক্কর চলছে ৷ অন্য একটিতে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী ৷

এই অঞ্চলেই পড়ছে ভাদগাম আসনটি ৷ গতবার এই আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে জিতেছিলেন জিগনেশ মেওয়ানি ৷ গতবার তাঁকে সমর্থন করেছিল কংগ্রেস ৷ এবার তিনি সরাসরি কংগ্রেসের প্রার্থী ৷ এবারও তিনি ওই আসনে এগিয়ে ৷ অন্যদিকে সেখানকার আরও একটি আসনে গুজরাত কংগ্রেসের সভাপতি জগদীশ ঠাকোর পিছিয়ে রয়েছেন ৷ তিনি ওবিসি ক্ষত্রিয় নেতা ৷ ওই এলাকায় ওবিসি ভোটব্য়াংক শক্তিশালী ৷ তার পরও তাঁর পিছিয়ে থাকায় বিস্ময়কর বলেই মনে করছেন অনেকে ৷ রাজনৈতিক মহলের মতে, এটা কংগ্রেসের প্রতি গুজরাতি জনতার অনাস্থার উদাহরণ মাত্র ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবার গুজরাতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টাই করেনি কংগ্রেস ৷ উত্তর গুজরাতের মতো শক্তঘাঁটিতে সেভাবে প্রচার করতে দেখা যায়নি কংগ্রেসকে ৷ শুধু প্রতিষ্ঠান বিরোধিতায় তাদের সাফল্য এনে দেবে, এমনটাই মনে করেছিলেন দলের নেতারা ৷

তাছাড়া বিজেপি যখন মোদি ম্যাজিকে ভর করেই সপ্তমবারের জন্য সরকার গঠনের লড়াই করেছে ৷ তখন প্রচারে হাজিরই হননি কংগ্রেসের রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তিনি ব্যস্ত ভারত জোড়ো যাত্রা নিয়ে ৷ রাহুলের মতো শীর্ষনেতার এমন আচরণ কংগ্রেসের বিপক্ষে গিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন:ভোট গণনা মাঝপথে এর মধ্যেই অতীতের রেকর্ড ভাঙল বিজেপি

ABOUT THE AUTHOR

...view details