ঘাটলোড়িয়া (গুজরাত), 8 ডিসেম্বর: গুজরাতের গেরুয়া ঝড়ে (Gujarat Assembly Election Result 2022) বিপক্ষকে সাফ করে দিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM Bhupendra Patel) ৷ ওই রাজ্যের ঘাটলোড়িয়া কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী ভূপেন্দ্র জিতলেন প্রদত্ত ভোটের 81 শতাংশ পেয়ে ৷ প্রতিপক্ষে থাকা কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 10 শতাংশেরও কম ৷
সকাল 11টা পর্যন্ত যে হিসেব পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী কংগ্রেসের (Congress) প্রার্থী ড. আমি ইয়াজনিক 6 হাজার 71 ভোট পেয়েছেন ৷ ওই কেন্দ্রে আম আদমি পার্টির (AAP) প্রার্থী বিজয় প্যাটেল ৷ তিনি 4 হাজার 167টি ভোট পেয়েছেন ৷
2017 সালে যখন বিজেপি গুজরাতের ভোটে জেতে, সেই সময় অবশ্য মুখ্যমন্ত্রী ছিলেন না ভূপেন্দ্র প্যাটেল ৷ মাঝপথে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয় ৷ এবারের ভোটের প্রচারে তাঁকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এবার সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷