গান্ধিনগর, 1 ডিসেম্বর: মোদি-রাজ্যে প্রথম দফার নির্বাচন আজ ৷ 2022 সালের নির্বাচনে সৌরাষ্ট্রের দখল পেতে বিজেপি, কংগ্রেস, আপ- সব রাজনৈতিক দলই তুলকালাম প্রচার চালিয়েছে৷ মঙ্গলবার বিকেল 5টায় নির্বাচনী প্রচার মিটেছে ৷
বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হবে ভোটদান, শেষ বিকেল 5টায় ৷ রাজ্যের দক্ষিণভাগে এবং সৌরাষ্ট্র-কুচের 19টি জেলার 89টি আসনে প্রথম দফার নির্বাচন ৷ 14 হাজার 382টি বুথ, জানিয়েছে প্রধান নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer, CEO) ৷ বাইশে কে বসবে মসনদে ? ঠিক করবে 2 কোটিরও বেশি ভোটার (Gujarat Election in Saurashtra, Kutch, Southern Part) ৷
বিজেপি, কংগ্রেস, আপ ছাড়াও 37টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে ৷ তাই সৌরাষ্ট্র দখলের লড়াইয়ে 39টি রাজনৈতিক দলের 788 জন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন ৷ এর মধ্যে 718 জন পুরুষ ও 70 জন মহিলা প্রার্থী ৷
গত 27 বছর ধরে গুজরাতের মসনদে গেরুয়া পতাকা উড়ছে৷ কংগ্রেস দ্বিতীয় স্থানে টিকে থাকতে মরিয়া লড়াই চালাচ্ছে৷ অরবিন্দ কেজরিওয়ালের আপ এই দুই প্রধান দলের মাঝে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো ইস্যুগুলি নিয়ে ঢুকে পড়েছে৷ তাই এবারের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে ৷
জামনগর উত্তর (Jamnagar North, Jamnagar)
বিজেপি - রিভবা জাদেজা (ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী)
কংগ্রেস - বীপেন্দ্রিসিং জাদেজা
আপ - কর্সন কারমুর
2017 সালের নির্বাচনে বিজেপি বিধায়ক ধর্মেন্দ্রিসিং মেরুভা কংগ্রেসের আহির জীবনভাই কারুভাই কুম্ভারভাদিয়াকে পরাজিত করে এই কেন্দ্রটি দখল করেন ৷ কিন্তু এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না ৷
আরও পড়ুন: 93-এও অটুট মনোবল, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গুজরাতের প্রবীণতম প্রার্থী
মোরবি
30 অক্টোবর মোরবি সেতু ভেঙে পড়ে ৷ মৃত্যু হয় কমপক্ষে 134 জনের ৷ তারপর থেকে এই কেন্দ্রটিকে চেনেন না দেশে এমন মানুষ পাওয়া ভার৷ কেন্দ্রটির বিধায়ক মন্ত্রী ব্রিজেশ মেরজা৷
বিজেপি - কান্তিলাল আমৃত্যুয়া
কংগ্রেস - জয়ন্তীলাল জেরাভাই প্যাটেল
আপ - পঙ্কজ রনসারিয়া
মোরবি সেতুর রক্ষণাবেক্ষণে গাফিলতি বিরোধীদের প্রধান হাতিয়ার ৷ তবে 1995, 1998, 2002, 2007 এবং 2012 সালে মোরবি বিধানসভা কেন্দ্রটিতে পদ্মফুলই ফুটেছে ৷
রাজকোট পশ্চিম (রাজকোট)
এই কেন্দ্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ 2002 সালে এখান থেকেই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি 2017 সালের বিধানসভা নির্বাচনে এখান থেকে প্রার্থী হয়েছিলেন ৷ তিনি কংগ্রেসের ইন্দ্রনীল রাজগুরুকে 53 হাজার 755 টি ভোটে হারিয়েছিলেন ৷ 1985 থেকে এই গড় গেরুয়া শিবিরের দখলে ৷ তাই সব মিলিয়ে এটা পদ্মফুলের শক্তিশালী ঘাঁটি ৷
বিজেপি - দর্শিতা শাহ
আপ - দীনেশ জোশী
কংগ্রেস - মুনসুখভাই কালারিয়া