পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gujarat CM's Addl PRO Resigns: প্রতারণায় অভিযুক্ত হয়ে গ্রেফতার ছেলে, পদ ছাড়লেন আধিকারিক - প্রতারণায় অভিযুক্ত হয়ে গ্রেফতার ছেলে

গুজরাতের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পিআরও হিতেশ পাণ্ড্য পদত্যাগ করলেন ৷ তাঁর ছেলে অমিত পাণ্ড্য কনম্যান কিরণ ভাই প্যাটেলের সঙ্গে ভুয়ো পিএমও আধিকারিক পরিচয়ে জম্মু-কাশ্মীরে ঘুরে বেড়িয়েছেন ৷ তাই 22 বছরের কর্মজীবনে নিজেই ইতি টানলেন পিআরও (PRO of Gujarat CMO Hitesh Pandya resigns) ৷

Hitesh Pandya
হিতেশ পাণ্ড্য

By

Published : Mar 25, 2023, 12:52 PM IST

Updated : Mar 25, 2023, 1:36 PM IST

গান্ধিনগর, 25 মার্চ: ছেলের গ্রেফতারিতে ইস্তফা দিলেন গুজরাতের অতিরিক্ত জনসংযোগ আধিকারিক ৷ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাডিশনাল পাবলিক রিলেশন অফিসার হিতেশ পান্ড্য পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে ৷ ভুয়ো পিএমও মামলায় প্রতারক কিরণ ভাই প্যাটেলের সঙ্গে তাঁর ছেলে অমিত পান্ড্যের নাম জড়িয়েছে ৷ তারপরে 2001 সাল থেকে পিআরও পদে থাকা হিতেশ পাণ্ড্য স্বইচ্ছায় সরকারি দায়িত্বে ইতি টানেন ৷ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দেন ৷ বর্তমান মুখ্যমন্ত্রী ছাড়াও হিতেশ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির আমলেও উচ্চাধিকারিক হিসেবে কাজ করেছেন ৷ তারপর আনন্দী প্যাটেল, বিজয় রূপানির সঙ্গেও পিআরও হিসেবে কাজ করেছেন (Additional PRO in the Gujarat chief minister's office (CMO) Hitesh Pandya has resigned) ৷

সূত্রে জানা গিয়েছে, এ মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রীর অফিসের প্রতিনিধি দল (PMO Office) হিসেবে পরিচয় দিয়ে জম্মু ও কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছিলেন কিরণ ভাই প্যাটেল ৷ তাঁর সঙ্গে ছিলেন হিতেশ-পুত্র অমিত পাণ্ড্য এবং জয় সিতাপারা ৷ উপত্যকায় তাঁরা পিএমও-র দল পরিচয়ে জেড+ ক্যাটাগরির নিরাপত্তা (Z+ Category) উপভোগ করেছেন ৷ বিলাসবহুল হোটেলে থেকেছেন ৷ অমিত পাণ্ড্য গুজরাতে বিজেপির সোশাল মিডিয়ার নর্থ জোনের প্রধান ছিলেন ৷ এই ভুয়ো পিএমও মামলায় (Fake PMO Case) কিরণ ভাই প্যাটেলের সঙ্গী হওয়ায় তাঁর প্রাথমিক সদস্যপদ সাসপেন্ড করেছে বিজেপি ৷

এ মাসের প্রথম দিকে কিরণ ভাই প্যাটেলকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ এর আগে চারমাসেরও বেশি সময় কিরণ ও তাঁর দুই সঙ্গী অমিত, জয় সিতাপারা পিএমও অফিসিয়ালের সব রকম সুযোগ সুবিধে নিচ্ছিল ৷ এমনকী ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন জায়গায় গিয়েছেন কিরণরা ৷ তাঁরা জম্মু ও কাশ্মীরে একাধিক সরকারি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ৷ তাঁদের দাবি ছিল, জম্মু ও কাশ্মীরে উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপত্যকায় তাঁদের পাঠানো হয়েছে ৷ এরপর অবশ্য জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হন অমিত-সহ কনম্যান কিরণ ভাই প্যাটেল ও জয় সিতাপারা ৷

আরও পড়ুন: 'চোরেদের মোদি-পদবি'তে কারাবাসের সাজা, জামিন পেলেন রাহুল গান্ধি

Last Updated : Mar 25, 2023, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details