ভিন্ড (মধ্যপ্রদেশ), 29 অগস্ট: ভাইবোনের বন্ধন অটুট রাখতে রাখি বাঁধার প্রচলন রয়েছে দেশের বিভিন্ন জায়গায় ৷ রাখিপূর্ণিমার পবিত্র এই উৎসবকে আরও স্মরণীয় করে তুলতে মধ্যপ্রদেশের ভিন্ড জেলার মেহগাঁও গ্রামের বাসিন্দা অশোক ভরদ্বাজ নামে এক সমাজকর্মী বিশ্বের সবচেয়ে বড় রাখি তৈরি করছেন ৷ যিনি আবার বিজেপি নেতাও বটে ৷ এই রাখির মাধ্যমে তিনি 31 অগস্ট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং ওএমজি বুক অফ রেকর্ডস-সহ অনেক রেকর্ড তালিকায় নিজের নাম তুলবেন ৷
এই বিষয়ে ইটিভি ভারতকে অশোক ভরদ্বাজ বলেন,"একদিন আমাদের রাজ্যের বোনেদের জন্য মুখ্যমন্ত্রীর চালু করা 'লাডলি বেহান যোজনা' প্রকল্প নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করছিলাম ৷ আলোচনা চলাকালীন আমরা সবাই প্রথমে রাজ্যের মহিলারা, যারা বোনের মতো তাদের থেকে রাখি বাঁধার কথা ভেবেছিলাম ৷ তারপর আমরা বিশ্বের সবচেয়ে বড় রাখি তৈরির পরিকল্পনা করি ৷"
ভরদ্বাজ আরও বলেন, "আলোচনার পরে, আমরা বিশ্বের সবচেয়ে বড় রাখি তৈরি করতে রাজস্থান থেকে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করি ৷ দিল্লির একটি এজেন্সিকে চুক্তি দেওয়া হয়েছিল ৷ 10 জনেরও বেশি কর্মী এই রাখি তৈরির জন্য অবিরাম কাজ করছেন যা 31 আগস্ট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, ওএমজি বুক অফ রেকর্ডস, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করবে ৷ এরপর সংগঠনগুলো আমাদের সবার হাতে বিশ্বের সবচেয়ে বড় রাখির সার্টিফিকেট তুলে দেবে ৷