পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

COVID Medicines GST Rate : অতিমারির শুরু থেকে কোভিডের ওষুধ বিক্রি হচ্ছে 5 শতাংশ জিএসটিতে

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার লোকসভায় জানিয়েছেন, অতিমারি শুরু হওয়ার পর থেকে কোভিড-19 ওষুধ ও আনুসাঙ্গিক যন্ত্রপাতি 5 শতাংশ জিএসটি হারে বিক্রি করা হচ্ছে ৷ তবে অন্যান্য ওষুধ বিক্রি হচ্ছে 5 থেকে 12 শতাংশ জিএসটি হারে (Union Finance Minister COVID Medicines GST Rate) ৷

GST Rate on COVID Medicines
অতিমারীর শুরু থেকে কোভিডের ওষুধ বিক্রি হচ্ছে 5 শতাংশ জিএসটিতে

By

Published : Apr 4, 2022, 10:03 PM IST

নয়াদিল্লি, 4 এপ্রিল :দেশে অতিমারির শুরু থেকে 5 শতাংশ জিএসটি হারে বিক্রি হয়েছে করোনার ওষুধ এবং আনুসাঙ্গিক যন্ত্রপাতি ৷ এর মধ্যেই অন্যান্য ওষুধ বিক্রি হচ্ছে 5 থেকে 12 শতাংশ জিএসটিতে ৷ সোমবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় একথা জানিয়েছেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী পাশাপাশি আরও জানিয়েছেন, দেশে 66 শতাংশ স্বাস্থ্য বীমা প্রকল্প পরিচালিত হচ্ছে, যা কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় চলছে (Union Finance Minister COVID Medicines GST Rate) ৷

অধিবেশন শেষে প্রশ্নোত্তর চলাকালীন অর্থ প্রতিমন্ত্রী জানান, কোভিডের ওষুধপত্র এবং আনুসাঙ্গিক যন্ত্রপাতির উপর 5 শতাংশ এবং অন্যান্য ওষুধপত্রের উপর 5 থেকে 12 শতাংশ জিএসটি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ আন্তর্জাতিক বিধি মতো স্বাস্থ্য বিধির উপর 18 শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে ৷ জিএসটি চালু হওয়ার আগেও তা তাই ছিল ৷ পাশাপাশি তিনি বলেন, প্রবীণ নাগরিকরা স্বাস্থ্য বিমা পলিসিতে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন ৷

পঙ্কজ চৌধুরী আরও জানিয়েছেন, স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের জিএসটি-সহ যে সমস্ত পরিষেবাগুলিতে জিএসটি হার এবং ছাড়গুলি জিএসটি কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে নির্ধারিত হয় ৷ এই জিএসটি কাউন্সিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মনোনীত মন্ত্রীদের নিয়ে গঠিত ৷ বর্তমানে, স্বাস্থ্য বীমা পরিষেবাগুলিতে জিএসটি চলতি 18 শতাংশ হারে ধার্য করা হয়েছে ৷

মন্ত্রী জানিয়েছেন, অর্থনৈতিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষমদের জন্য যে সমস্ত স্বাস্থ্য বিমাগুলি চালু রয়েছে, যেমন, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা (RSBY), ইউনিভার্সাল হেলথ ইন্সিওরেন্স স্কিম, জন আরোগ্য বিমা পলিসি এবং নিরাময়া হেলথ ইন্সিওরেন্স স্কিম সম্পূর্ণভাবে জিএসটিমুক্ত ৷ পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাগুলিও জিএসটিমুক্ত । 2018 সালের 22 ডিসেম্বর জিএসটি কাউন্সিলের একত্রিশতম বৈঠকে এবং 2019 সালের 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত সাঁইত্রিশতম বৈঠকে স্বাস্থ্য বিমার উপর জিএসটি কমানোর প্রস্তাব রাখা হয়েছিল ৷ তবে জিএসটি কাউন্সিল কর কমানোর জন্য কোনও সুপারিশ করেনি ৷

আরও পড়ুন : Women Reservation Bill : রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল আনতে নোটিস তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details