পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করের সংখ্যা কমেছে, স্বচ্ছতা বেড়েছে ; জিএসটির বর্ষপূর্তিতে বললেন প্রধানমন্ত্রী - ভারতের অর্থনীতিতে মাইলফলক জিএসটি

জিএসটি সাধারণ মানুষের উপর থেকে করের সংখ্যা এবং সামগ্রিক করের বোঝা অনেকটা কমিয়েছে এবং স্বচ্ছতা বাড়িয়েছে ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

By

Published : Jun 30, 2021, 10:10 PM IST

নয়াদিল্লি, 30 জুন : চার বছর হয়ে গেল জিএসটি (Goods and Services Tax) চালু হয়েছে । জিএসটি ভারতের অর্থনীতিতে এক মাইলফলক স্থাপন করেছে বলে টুইট বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । শুধু তাই নয়, এটি দেশে করের সংখ্যা কমিয়ে এনেছে এবং স্বচ্ছতা বাড়িয়েছে বলেও মনে করছেন তিনি ।

জিএসটির চার বছর পূর্তিতে হ্যাশট্যাগ #4yearsofGST সহ প্রধানমন্ত্রী লিখেছেন, "জিএসটি ভারতের অর্থনীতিতে এক মাইলফলক হয়ে দাঁড়িয়েছে । এটি সাধারণ মানুষের উপর থেকে করের সংখ্যা এবং সামগ্রিক করের বোঝা অনেকটা কমিয়েছে এবং স্বচ্ছতা বাড়িয়েছে । কর আদায়ও উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে ।"

অর্থ মন্ত্রকের তরফেও জিএসটি লাগু হওয়ার চার বছর পূর্তিতে টুইট করা হয়েছে । লেখা হয়েছে, " বিগত কয়েক বছরে জিএসটি কম্পোজ়িশন স্কিম সংস্কার হয়েছে । পরিষেবা প্রদানকারীদেরও জিএসটির আওতায় নিয়ে আসা হয়েছে । প্রস্তুতকারক এবং ব্যবসায়ীদের সীমা বছরে এক কোটি টাকা থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করা হয়েছে । এর ফলে 25 লাখেরও বেশি করদাতা উপকৃত হয়েছেন ।"

5 জুন অর্থ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, মে মাসে জিএসটি বাবদ মোট 1 লাখ 2 হাজার 709 কোটি টাকার কর সংগ্রহ করা হয়েছে ।

আরও পড়ুন : জিএসটি কাউন্সিলের কর্মপদ্ধতির পরিবর্তনের দাবি, নির্মলাকে চিঠি অমিতের

ABOUT THE AUTHOR

...view details