নয়াদিল্লি, 30 জুন : চার বছর হয়ে গেল জিএসটি (Goods and Services Tax) চালু হয়েছে । জিএসটি ভারতের অর্থনীতিতে এক মাইলফলক স্থাপন করেছে বলে টুইট বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । শুধু তাই নয়, এটি দেশে করের সংখ্যা কমিয়ে এনেছে এবং স্বচ্ছতা বাড়িয়েছে বলেও মনে করছেন তিনি ।
জিএসটির চার বছর পূর্তিতে হ্যাশট্যাগ #4yearsofGST সহ প্রধানমন্ত্রী লিখেছেন, "জিএসটি ভারতের অর্থনীতিতে এক মাইলফলক হয়ে দাঁড়িয়েছে । এটি সাধারণ মানুষের উপর থেকে করের সংখ্যা এবং সামগ্রিক করের বোঝা অনেকটা কমিয়েছে এবং স্বচ্ছতা বাড়িয়েছে । কর আদায়ও উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে ।"