লখনৌ, 18 সেপ্টেম্বর : পেট্রল, ডিজেল বাদ রাখা হয়েছে ৷ পাশাপাশি সুইগি (Swiggy), জোমাটোর (Zomato) মতো অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির উপর সরাসরি জিএসটি চাপানো নিয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ এখন রেস্তোরাঁগুলিকে জিএসটি দিতে হয় ৷ ফুড ডেলিভারি সংস্থাগুলি রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় ৷
শুক্রবার অর্থমন্ত্রী (Minister of Finance of India) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানান, এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি যেখানে খাবার ডেলিভারি দেবে, সেখান থেকে 5% জিএসটি আদায় করা হবে ৷ এতে অনলাইন সংস্থাগুলির উপর সরাসরি কোপ পড়ার কোনও সম্ভাবনা থাকছে না ৷ জানা গিয়েছে, এ বিষয়টি মন্ত্রিসভায় (GoM) আলোচনার জন্য পাঠানো হয়েছে ৷ 2 মাস পর তাঁরা রিপোর্ট দিলে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷
ওষুধে জিএসটি
অর্থমন্ত্রী জানিয়েছেন জোলোগেনসমা (Zologensma) আর ভিলটেসটোর (Viltetso) মতো আমদানিকৃত ওষুধগুলির উপর জিএসটি ছাড় পাওয়া যাবে ৷ এছাড়া করোনা সংক্রমণের চিকিৎসার সঙ্গে জড়িত রেমডিসিভিরের মতো গুরুত্বপূর্ণ ওষুধের উপর জিএসটি কমানো হয়েছিল ৷ এই ছাড় 30 সেপ্টেম্বর পর্যন্ত লাগু ছিল ৷ এবার তা বেড়ে 31 ডিসেম্বর, 2021 করা হল ৷ কিন্তু করোনা চিকিৎসার সঙ্গে জড়িত যান্ত্রিক সরঞ্জামগুলিতে জিএসটি ছাড় মিলবে না ৷