নয়াদিল্লি, 20 এপ্রিল: সুদানের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ৷ বৃহস্পতিবার এ কথা জানাল বিদেশমন্ত্রক ৷ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, সুদানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে নজর দেওয়া হচ্ছে ।
রাজধানীতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সুদান প্রসঙ্গে বলেন, "পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ । সেখানকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিচ্ছি । আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছি ।"
সুদানের সামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্স (এসএএফ) এবং সে দেশের সরকারি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে একজন ভারতীয় নাগরিক-সহ প্রায় 200 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, সুদানের হিংসার মধ্যে আল ফাশিরে 30 জন ভারতীয় আটকে রয়েছেন ।
অরিন্দম বাগচী এ দিন বলেন যে, খার্তুমে ভারতীয় দূতাবাস কাজ করছে এবং পৃথক অবস্থান থেকে কর্মরত আধিকারিকদের সমস্ত পরিষেবা প্রদান করছে । তাঁর কথায়, এই মুহূর্তে দূতাবাস ভবনের ভিতরে কেউ নেই । বিদেশমন্ত্রক প্রস্তুত রয়েছে এবং সেখানকার দলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে ৷ তবে কতক্ষণ যুদ্ধবিরতি থাকবে এবং আটকে পড়া ভারতীয়দের সুদান থেকে সরিয়ে নেওয়ার জন্য নিরাপদ অবস্থানগুলি পাওয়া যাবে কি না তা নিয়েই চিন্তিত বিদেশমন্ত্রক ৷
অরিন্দম বলেন যে, একজন ভারতীয় নাগরিকের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে এবং তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে । তাঁর কথায়, "আমরা দেখছি কীভাবে দেহ ফেরত আনা যায় বা পরিবারকে সরিয়ে নেওয়া যায়...আমাদের দূতাবাস নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে ৷"
সুদানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী-সহ বিভিন্ন দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রাখছে ভারত ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে নিউইয়র্কে রয়েছেন এবং সুদান সংকট নিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে । এর আগে বৃহস্পতিবার, জয়শঙ্কর মিশরের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সুদানের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।
আরও পড়ুন:4 মে ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি