রায়গাদা (ওড়িশা), 17 মার্চ: কথায় বলে, জন্ম-মৃত্য়ু-বিয়ে, তিন বিধাতা নিয়ে ৷ অর্থাৎ, কপালে না-থাকলে কিছুই করার নেই ৷ সকালেই তার প্রমাণ পেয়েছেন বিহারের এক যুবক ৷ মদের নেশায় নিজের বিয়ের কথাই বেমালুম ভুলে মেরে দিয়েছিলেন ৷ 24 ঘণ্টা পর মেয়ের বাড়িতে পৌঁছলেও এমন খামখেয়ালি বর পেতে রাজি হননি পাত্রী ৷ শেষ পর্যন্ত বিয়ে ভেস্তে যায় ৷ একইদিনে উলটো ঘটনার সাক্ষী রইল ওড়িশা ৷ গাড়ি না-পেয়ে পায়ে হেঁটেই মেয়ের বাড়িতে পৌঁছলেন পাত্র ৷ তাও এক-দু কিলোমিটার নয়, বউ পাওয়ার তাগিদে সারারাত ধরে 28 কিলোমিটার হাঁটলেন তিনি (Groom walks 28 kilometres to reach brides home) ৷
ঘটনাটি কী ?
উৎকল রাজ্যে ধর্মঘটে নেমেছে গাড়ি চালকরা ৷ ফলে বিয়ে করতে যাওয়ার জন্য কোনও গাড়ির ব্যবস্থা করতে পারেনি পাত্রপক্ষ ৷ ফলে কোনও উপায় না-পেয়ে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নেয় বাড়ির লোকেরা ৷ কিন্তু তাতে বাঁধা হয়ে দাঁড়ায় দুরত্ব ৷ পাত্রের বাড়ি কল্যাণসিংহপুর ব্লকের সুনাখান্দি পঞ্চায়েতে ৷ অন্যদিকে পাত্রী থাকেন দিবালাপাদু গ্রামে ৷ দুই বাড়ির দুরত্ব প্রায় 28 কিলোমিটার ৷
যদিও বিয়ের উত্তেজনায় তখন পাহাড় জয় করতে পারেন রমেশ প্রসকা ৷ তাঁর তাগিদেই হেঁটেই পাত্রীর বাড়ি পৌঁছয় পাত্রপক্ষ ৷ সন্ধ্যে 6টা নাগাদ রওনা দিয়েছিল পাত্রপক্ষ ৷ পাত্রীর বাড়িতে যখন তাঁরা পৌঁছেছেন, ঘড়ির কাটা বলছে ভোর 3টে বাজে ৷ অর্থাৎ, 9 ঘণ্টা হাঁটতে হয়েছে রমেশ ও তাঁর পরিবারকে ৷ রমেশের ভাই রামি হিকাকা বলেন, "বিয়ের তারিখ আগেই ঠিক করা হয়েছিল ৷ আমাদের সমস্ত পরিকল্পনা ছিল ৷ কিন্তু তিনদিন ধরে গাড়ি চালকদের ধর্মঘট চলার কারণে, আমাদের বরকে নিয়ে হাঁটতে হয়েছে ।"