পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Groom walks 28 km: বিয়ের তাগিদ ! গাড়ি না-পেয়ে রাতভর হেঁটে ছাদনাতলায় পাত্র - Groom walks 28 km

9 ঘণ্টা, 28 কিলোমিটার ৷ বিয়ে করতে কিছুই আটকাতে পারল না রমেশ প্রসকাকে ৷ গাড়ি না-পেয়ে সারারাত হেঁটেই ছাদনাতলায় পৌঁছলেন তিনি (Groom walks 28 kilometres) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 17, 2023, 10:16 PM IST

রায়গাদা (ওড়িশা), 17 মার্চ: কথায় বলে, জন্ম-মৃত্য়ু-বিয়ে, তিন বিধাতা নিয়ে ৷ অর্থাৎ, কপালে না-থাকলে কিছুই করার নেই ৷ সকালেই তার প্রমাণ পেয়েছেন বিহারের এক যুবক ৷ মদের নেশায় নিজের বিয়ের কথাই বেমালুম ভুলে মেরে দিয়েছিলেন ৷ 24 ঘণ্টা পর মেয়ের বাড়িতে পৌঁছলেও এমন খামখেয়ালি বর পেতে রাজি হননি পাত্রী ৷ শেষ পর্যন্ত বিয়ে ভেস্তে যায় ৷ একইদিনে উলটো ঘটনার সাক্ষী রইল ওড়িশা ৷ গাড়ি না-পেয়ে পায়ে হেঁটেই মেয়ের বাড়িতে পৌঁছলেন পাত্র ৷ তাও এক-দু কিলোমিটার নয়, বউ পাওয়ার তাগিদে সারারাত ধরে 28 কিলোমিটার হাঁটলেন তিনি (Groom walks 28 kilometres to reach brides home) ৷

ঘটনাটি কী ?

উৎকল রাজ্যে ধর্মঘটে নেমেছে গাড়ি চালকরা ৷ ফলে বিয়ে করতে যাওয়ার জন্য কোনও গাড়ির ব্যবস্থা করতে পারেনি পাত্রপক্ষ ৷ ফলে কোনও উপায় না-পেয়ে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নেয় বাড়ির লোকেরা ৷ কিন্তু তাতে বাঁধা হয়ে দাঁড়ায় দুরত্ব ৷ পাত্রের বাড়ি কল্যাণসিংহপুর ব্লকের সুনাখান্দি পঞ্চায়েতে ৷ অন্যদিকে পাত্রী থাকেন দিবালাপাদু গ্রামে ৷ দুই বাড়ির দুরত্ব প্রায় 28 কিলোমিটার ৷

যদিও বিয়ের উত্তেজনায় তখন পাহাড় জয় করতে পারেন রমেশ প্রসকা ৷ তাঁর তাগিদেই হেঁটেই পাত্রীর বাড়ি পৌঁছয় পাত্রপক্ষ ৷ সন্ধ্যে 6টা নাগাদ রওনা দিয়েছিল পাত্রপক্ষ ৷ পাত্রীর বাড়িতে যখন তাঁরা পৌঁছেছেন, ঘড়ির কাটা বলছে ভোর 3টে বাজে ৷ অর্থাৎ, 9 ঘণ্টা হাঁটতে হয়েছে রমেশ ও তাঁর পরিবারকে ৷ রমেশের ভাই রামি হিকাকা বলেন, "বিয়ের তারিখ আগেই ঠিক করা হয়েছিল ৷ আমাদের সমস্ত পরিকল্পনা ছিল ৷ কিন্তু তিনদিন ধরে গাড়ি চালকদের ধর্মঘট চলার কারণে, আমাদের বরকে নিয়ে হাঁটতে হয়েছে ।"

আরও পড়ুন: মদের নেশায় দিন ভুলল বর, রাতভর অপেক্ষা শেষে বিয়ে বাতিল কনের

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রমেশ ও তাঁর পরিবারের সদস্যদের হাঁটার একটি ভিডিয়ো ৷ রমেশ বলেন, "এই ধরনের ধর্মঘটের সময় সাধারণ মানুষ সমস্যায় পড়ে ৷ আমরা 28 কিলোমিটার হেঁটে এখানে পৌঁছেছি । বিয়ের জন্য আমরা 4টি গাড়ি বুক করেছিলাম । শেষ পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে হাঁটা শুরু করে ভোর 3টেয় পৌঁছেছি ৷"

শুক্রবার সকালে বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে ৷ যদিও বউ নিয়ে আর হেঁটে বাড়ি ফেরেননি রমেশ ৷ পরিবারের সদস্যদের নিয়ে কনের বাড়িতেই থেকে গিয়েছেন তিনি ৷ অপেক্ষা করছেন চালক সমিতি কখন ধর্মঘট প্রত্যাহার করবে ৷ বীমা, পেনশন, ওয়েলফেয়ার বোর্ড গঠন এবং অন্যান্য সামাজিক কল্যাণমূলক পদক্ষেপের দাবিতে বুধবার থেকে রাজ্য জুড়ে চালক সমিতির ধর্মঘট শুরু হয়েছে । দু'লক্ষেরও বেশি চালক ধর্মঘটে নেমেছেন ৷ অফিসযাত্রী, পর্যটক-সহ রাজ্যের মানুষের জীবনকে প্রভাবিত করেছে ধর্মঘট । প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যেও । যদিও রাজ্য সরকারের আশ্বাসের পর 90 দিনের জন্য ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন: ক্রস কানেকশন ! প্রাক্তন প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, তাঁর স্ত্রীকে বিয়ে যুবকের

ABOUT THE AUTHOR

...view details