ফরিদাবাদ (হরিয়ানা), 9 এপ্রিল: বলা হয় বিয়ে সাত জন্মের বন্ধন ৷ অগ্নিসাক্ষী করে সাত জন্ম একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয় ৷ কিন্তু, বাস্তবে তা কতটা সত্যি ? বিয়ের 48 ঘণ্টার মধ্যে স্ত্রীকে ফেলে রেখে চলে গেলেন এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে গোয়া বিমানবন্দরে ৷ বিয়েতে বিএমডব্লিউ গাড়ি না-দেওয়ায় নববধূকে বিমানবন্দরে রেখে চলে গেলেন হরিয়ানার হিসারের বাসিন্দা আবির কার্তিকেয় ৷ তাঁর বিরুদ্ধে ফরিদাবাদ পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷
জানা গিয়েছে, 25 ও 26 জানুয়ারি গোয়ায় ডেস্টিনেশন ওয়েডিং করেন ৷ কিন্তু, পণ হিসেবে পাত্রীপক্ষের কাছে বিএমডব্লিউ গাড়ি চেয়েছিল বরপক্ষ ৷ সেই দাবি পূরণ না হওয়ায় 27 জানুয়ারি নববধূকে গোয়া বিমানবন্দরে ফেলে রেখে চলে যায় বর এবং তাঁর পরিবারের সদস্যরা ৷ অভিযোগ সেখানে তাঁর সঙ্গে থাকা গয়না ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে ৷ ফরিদাবাদ সেক্টর-9 এর বাসিন্দা চিকিৎসক দম্পতি এবং তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷
তিনি ফরিদাবাদ সেক্টর-8 থানায় অভিযোগ দাখিল করেছেন ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, পণের দাবি, মারধর এবং যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা ৷ পুলিশ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷ ফরিদাবাদ পুলিশ পণের দাবিতে কনেকে বিমানবন্দরে নামিয়ে দেওয়া এবং তাঁর কাছ থেকে গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগে শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেফতারির নোটিশ পাঠিয়েছে ৷ তা সত্ত্বেও অভিযুক্তরা পুলিশের সেই নোটিশকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ উঠেছে ৷