পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

FIFA World CUP 2022: বিশ্বকাপ উন্মাদনা ! ম্যাচ দেখতে চাঁদা তুলে বাড়ি কিনলেন ফুটবলপ্রেমীরা

আজ থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ৷ উন্মাদনায় ফুঁটছে ফুটবল বিশ্ব (FIFA World CUP 2022) ৷ এরই মাঝে বিশ্বকাপের ম্যাচ একসঙ্গে দেখতে একটি বাড়িই কিনে ফেলেছেন কোচির 17 জন ফুটবলপ্রেমী (football fans buy house in Kochi to watch matches) ৷

ETV Bharat
FIFA World CUP

By

Published : Nov 20, 2022, 6:40 PM IST

কোচি, 20 নভেম্বর: রবিবার থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর ৷ ফুটবল জ্বরে আক্রান্ত বিশ্বের ক্রীড়াপ্রেমী জনতা ৷ প্রত্যেকেই নিজেদের মতো করে এই ফুটবল উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত (football world cup fever) ৷ ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে তার প্রমাণ মিলল কেরলে ৷ দল বেঁধে বিশ্বকাপ দেখার জন্য এখানকার ফুটবলপ্রেমী কিনে ফেললেন আস্ত একটি বাড়ি (football fans buy house in Kochi to watch matches) !

কোচির ছোট্ট একটি গ্রাম মুন্ডাক্কামুগাল ৷ এখানকার ফুটবলপ্রেমী কিছু গ্রামবাসী একমাসব্যাপী একসঙ্গে বিশ্বকাপের ম্যাচগুলি দেখবেন বলে 23 লাখ টাকা খরচ করে একটি বাড়ি ও সংলগ্ন জমি কিনে নিয়েছেন ৷ গ্রামের 17 জন মিলে 23 লাখ টাকা জমিয়ে ওই সম্পত্তি কিনেছেন ৷

শুধু বাড়িটি কেনাই নয় সেটি ব্রাজিল, আর্জেন্তিনা, পর্তুগালের পতাকার রঙে রাঙিয়ে দিয়েছেন এই ফুটবলপ্রেমীরা ৷ দেওয়ালে এঁকেছেন মেসি, রোনাল্ডোর মতো ফুটবল তারকাদের ছবি ৷ এছাড়াও রয়েছে বিভিন্ন দেশের একাধিক তারকা ফুটবলারের কাট-আউট ৷ রয়েছে ব্রাজিল, আর্জেন্তিনার মতো দলগুলির পতাকাও (Kochi football fans buy house) ৷

আরও পড়ুন: ইকুয়েডরের 8 ফুটবলারকে ঘুষ ! টুইটে অভিযোগ আমজাদ তাহার

নিজেদের এই উদ্যোগ প্রসঙ্গে শেফির পিএ নামে এক যুবক জানিয়েছেন, তাঁরা অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলেন ফুটবল বিশ্বকাপের সময় বিশেষ কিছু করার ৷ তাই 17 জন মিলে টাকা জমিয়ে এই বাড়িটি কিনেছেন 23 লাখ টাকা দিয়ে ৷ এখানেই তাঁরা বড় টিভির পর্দায় দেখবেন ফুটবল বিশ্বকাপ (FIFA World CUP 2022) ৷

ABOUT THE AUTHOR

...view details