লেহ, 17 ফেব্রুয়ারি: জাতীয় সড়কে 'ধূসর ভূত' ! গল্প হলেও সত্যি ৷ শ্রীনগর-লেহ জাতীয় সড়কের কাছে একটি স্নো লেপার্ডের দেখা মিলল ৷ সে তখন একমনে তার শিকার করা বুনো ভেড়া খাচ্ছে ৷ বুধবার এমন বিরল ছবি ক্যামেরায় ধরেছেন রাহুল কৃষ্ণা ৷ তিনি লাদাখের হিমালয়ান ইনস্টিটউট অফ অলটারনেটিভস-এর সভাপতি (Rahul Krishna, the president of the Himalayan Institute of Alternatives) ৷ বন্যপ্রাণী প্রেমীদের জন্য এটা সুখবর (Snow leopard spotted eating a wild sheep near Srinagar-Leh National Highway) ৷
ইটিভি ভারতের প্রতিনিধিকে রাহুল বলেন, "ফে গ্রামে আমি ওই স্নো লেপার্ডটিকে দেখতে পাই ৷ সে তার শিকার খাচ্ছিল ৷ লেহ থেকে গ্রামটি 25 কিলোমিটার দূরে অবস্থিত ৷ এই বিরল দৃশ্য আমি ক্যামেরায় তুলে নিই ৷ স্নো লেপার্ডটি একটি নীল ভেড়া শিকার করেছিল ৷ এখানে পাহাড়ি এলাকায় এই বুনো ভেড়া দেখতে পাওয়া যায় ৷ "
কেমন দেখতে এই বন্যপ্রাণীটিকে ? রাহুল জানালেন, স্নো লেপার্ডরা (snow leopards) পাহাড়ে শিকার খোঁজে ৷ খাড়া পাহাড় বেয়ে অনেকটা উপরে উঠতে হয় ৷ ওরা বরফের মধ্যে থাকে ৷ স্নো লেপার্ডের গায়ে রুপোলি ও ধূসর রঙের মোটা লোমের স্তর থাকে ৷ আর তার সঙ্গে থাকে কালো কালো ছোপ ৷ এতে পাহাড়ের মধ্যে খুব সহজেই মিশে যায় স্নো লেপার্ড ৷ আলাদা করে চোখে পড়াে না । খানিকটা যেন অদৃশ্য হয়েই ঘুরে বেড়ায় ৷ তাই এদের 'পাহাড়ের ভূত' (ghost of the mountains) বলা হয়ে থাকে ৷