পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajashree Chaudhary : বারাণসী যাওয়ার পথে নেতাজির প্রপৌত্রীকে আটক করল পুলিশ - Rajshree Chaudhary was detained by UP police

প্রয়াগরাজ স্টেশনে রাজশ্রী ও তাঁর সঙ্গীদের ট্রেন থেকে নামিয়ে স্থানীয় অতিথিশালায় নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁদের সেখানেই থাকতে হবে (Rajshree Chaudhary was detained by UP police ) ।

Rajashree Chaudhary
বারাণসী যাওয়ার পথে নেতাজির প্রপৌত্রিকে আটক করল পুলিশ

By

Published : Aug 8, 2022, 8:28 AM IST

Updated : Aug 8, 2022, 10:36 AM IST

প্রয়াগরাজ, 8 অগস্ট: নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্রী রাজশ্রী চৌধুরিকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ (Rajshree Chaudhary was detained by UP police in Prayagraj)। বারাণসী যাওয়ার সময় প্রয়াগরাজে তাঁকে ট্রেন থেকেই আটক করা হয়েছে বলে খবর। পুলিশ এবং প্রশাসনের কর্তারা স্টেশনেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন এসে পৌঁছতেই তাঁকে আটক করে একটি অতিথিশালায় নিয়ে যাওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে আপাতত তাঁকে গৃহবন্দী থাকতে হচ্ছে ।

হিন্দু মহাসভার সর্বভারতীয় সভাপতি রাজশ্রী আগেই ঘোশণা করেছিলেন শ্রাবণ মাসের শেষ সোমবারে তিনি বারাণসীর জ্ঞানবাপি মসজিদে যাবেন । সেখানে তাঁর কয়েকটি কর্মসূচিও ছিল । অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করে প্রশাসন সিদ্ধান্ত নেয় রাজশ্রীকে জ্ঞানব্যাপি মসজিদে যেতে দেওয়া হবে না । এরপরই উত্তরপ্রদেশের প্রশাসনের আধিকারিকরা খবর পান ট্রেনে বারাণসী যাবেন রাজশ্রী । ঠিক হয় প্রয়াগরাজ স্টেশন থেকে তাঁকে আটক করা হবে ।

আরও পড়ুন: একে-47 রাইফেল, 9এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছিল সিধু মুসেওয়ালাকে

জানা গিয়েছে রাজশ্রীর সঙ্গে আরও কয়েকজন ছিলেন । তাঁদের সবাইকেই পুলিশ লাইনের গঙ্গা গেস্টহাউজে নিয়ে যায় পুলিশ । তবে রাজশ্রী ছাড়া আর কাউকে গৃহবন্দী করা হয়নি। পুলিশ সূত্রে সোমবার তাঁদের এভাবেই নজরদারিতে রাখা হবে যাতে কেউ বারাণসীতে পৌঁছতে না পারেন ।

Last Updated : Aug 8, 2022, 10:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details