হায়দরাবাদ, 9 অক্টোবর : খুলে গেল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটির দরজা ৷ কোভিড পরিস্থিতির কারণে কিছুদিন বন্ধ থাকার পর ফের পর্যটকদের জন্য খুলে গেল রামোজি ফিল্ম সিটি ৷ 8 অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে দর্শকদের সীমাহীন বিনোদন দেওয়ার অঙ্গীকার নিয়ে খুলে গিয়েছে রামোজি ফিল্ম সিটি ৷ প্রথম দিন ঘুরতে আসা পর্যটকদের জন্য ছিল গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা ৷ ফিল্ম সিটি ঘুরিয়ে দেখানোর সময় কড়া কোভিড প্রটোকল মেনে চলা হচ্ছে ৷
কয়েক মাসের কড়া লকডাউন এবং পর্যটনের উপর বিধিনিষেধ থাকার পর পর্যটকরা ফের ফিল্ম সিটির মুভি সেট, দারুণ সব লোকেশন এবং আরও অনেক বিনোদনমূলক ব্যবস্থা উপভোগ করতে পারবেন ৷ পুনরায় রামোজি ফিল্ম সিটি খোলার প্রথমদিন হাজার হাজার দর্শকের ভিড় ছিল ৷ এতে ফিল্ম সিটির প্রতি তাঁদের উৎসাহ ধরা পড়েছে ৷
করোনা প্যানডেমিকের আতঙ্ক ধীরে ধীরে কমছে ৷ তা সত্ত্বেও ট্যুরিস্টদের নিরাপত্তার কথা মাথায় রেখে জন্য সবকটি এন্টারটেইনমেন্ট জোনে সবরকম কোভিড বিধি মেনে চলা হচ্ছে ৷ শারীরিক দূরত্ব মেনে চলা এবং ফিল্ম সিটির প্রতিটি জায়গা নিয়মিত জীবাণুমুক্ত করার কাজ জারি রয়েছে ৷ কর্মী ও গাইডদের যথাযথ করোনাবিধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ পর্যটকদের কোনওরকম সহায়তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ৷
আরও পড়ুন : Gauri Khan: কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের