নয়াদিল্লি, 3 মে :করোনা মোকাবিলায় বিদেশ থেকে যেসমস্ত ত্রাণ সামগ্রী আসছে, সেগুলিকে আপাতত পণ্য পরিষেবা করের (জিএসটি) আওতার বাইরে নিয়ে আসার কথা ঘোষণা করল কেন্দ্র ৷ আগামী 30 জুন পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা ৷ এই ধরনের ত্রাণের বিনামূল্য়ে বিলি-বণ্টন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত ৷
অর্থ মন্ত্রকের তরফে এই বিষয়ে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, বহু বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা, বাণিজ্যিক সংস্থা-সহ অন্যদের কাছ থেকে সহযোগিতা আসছে ৷ আপাতত সেগুলির উপর থেকে জিএসটি তুলে নেওয়া হচ্ছে ৷
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে আসা ত্রাণসামগ্রী, যেগুলি ভারতে এসে পৌঁছলেও এখনও শুল্ক দফতরের ছাড়পত্র পায়নি, সেগুলির ক্ষেত্রেও এই নয়া নির্দেশিকা কার্যকর করা হবে ৷